• শিরোনাম

    পুলিশ পরিচয়ে ডাকাতি মামলার ০৫ জন আসামী, ২ সেট পুলিশের পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি বেল্ট,২০০ ইউএস ডলার, ২০০০ সৌদি রিয়াল, ১১০০০ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত নোহা গাড়ী সহ গ্রেফতার

    নরসিংদী থেকে খন্দকার আমির হোসেন : শুক্রবার, ২৪ জুন ২০২২

    পুলিশ পরিচয়ে ডাকাতি মামলার ০৫ জন আসামী, ২ সেট পুলিশের পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি বেল্ট,২০০ ইউএস ডলার, ২০০০ সৌদি রিয়াল, ১১০০০ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত নোহা গাড়ী সহ গ্রেফতার

    apps

    সূত্রঃ রায়পুরা থানার মামলা নং-২৭ তাং-১৯/০৬/২২ ইং ধারা- ৩৪১/১৭০/৪১৯/৩২৩/৩৭৯/৫০৬ পিসি। রায়পুরা থানার মামলা নং-২৭ তাং-১৯/০৬/২২ ইং ধারা- ৩৪১/১৭০/৪১৯/৩২৩/৩৭৯/৫০৬ পিসি এর বাদী মো:দেলোয়ার হোসেন(৩৬) পিতা- মৃত হুমায়ুন কবির , সাং- বীরশ্রেষ্ঠ মতিউর নগর, থানা রায়পুরা, জেলা- নরসিংদী এর ছোট ভাই মোঃ আক্তার হোসেন (৩৪), ভৈরব হাবিব সুপার মার্কেটে মোবাইল ফোনের ব্যবসা ও পাশাপাশি হজ্ব এজেন্সীর সাথে কাজ করিয়া আসিতেছে। ইং ১৬/০৬/২০২২ তারিখ বিকাল অনুমান ০৫.২৫ ঘটিকার সময় বাদীর ছোট মোঃ আক্তার হোসেন মার্কেটের দোকান বন্ধ করিয়া একটি ল্যাপটপের ব্যাগের ভিতরে থাকা ১। ৫০টি ১০০ ( একশত ) ইউএস ডলার নোট যাহা বাংলাদেশী টাকায় মূল্য ৪,৮৫,০০০ / – ( চার লক্ষ পঁচাশি হাজার ) টাকা , ২। ১৪০ টি ৫০০ (পাঁচশত) ও ১২ টি ১০০ (একশত) ১টি ৫০ (পঞ্চাশ) সৌদি রিয়াল মূল্যমানের নোট , {যাহা বাংলাদেশী টাকায় ১৮,২০,০০০ / – (আটার লক্ষ বিশ হাজার) টাকা , ও ৩১,২০০ / – (একত্রিশ হাজার দুইশত) টাকা , এবং ১৩০০ / – (একহাজার তিনশত) টাকা}= সর্বমোট ১৮,৫২,৫০০/-(আটার লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত) টাকা এবং ৩। বাংলাদেশী ২,১৭,০০০ / – (দুই লক্ষ সতের হাজার) টাকা , যাহার ৪৩৪ টি ৫০০ টাকার নোট। সর্বমোট ২৫,৮৫,৯০০/- (পঁচিশ লক্ষ পঁচাশি হাজার নয়শত) টাকা। ৪। ২টি মোবাইল সেট নিয়া মোটরসাইকেল যোগে ভৈরব হইতে নিজ বাড়ি রায়পুরার উদ্দেশ্যে রওনা দেয় বিকাল অনুমান ০৫.৫০ ঘটিকার – সময় নরসিংদী জেলার রায়পুরা থানাধীন বীরশ্রেষ্ঠ মতিউর নগর উত্তর পাড়া ব্রীজের ১০০ গজ দক্ষিনে পৌঁছাইলে একটি সাদা নোহা মাইক্রোবাস দিয়া ৩/৪ জন সিভিলে এবং ৩ জন পুলিশের পোষাক পরিহিত লোক বাদীর ভাইকে আটকাইয়া এলোপাথাড়ী ভাবে মারধর করিয়া টাকার ব্যাগ ছিনাইয়া নেয়। অত্র বিষয়ে মামলা দায়েরের পরে নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম এর সরাসরি তত্বাবধানে ও দিকনির্দেশনায় ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে।অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাহেব আলী পাঠান ও ওসি ডিবি জনাব আবুল বাশার পিপিএম(বার) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর এসআই মোঃ নজরুল ইসলাম,এস আই সাদেকুর রহমান সর্ঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্স সহ ইং ২৩/০৬/২২ তাং ব্রাক্ষনবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। জয়নাল আবেদীন (৪৮) , পিতামৃত – ইসমাইল মিয়া, সাং – পশ্চিমমেড্ডা , থানা ও জেলা – ব্রাহ্মণবাড়িয়া , ২। মোঃ জাহাঙ্গীর আলম ( ৫০ ) , পিতামৃত – জালাল মিয়া , সাং – নোয়াগ্রাম , থানা – নবীনগর , জেলা – ব্রাহ্মণবাড়িয়া , ৩। মোঃ নাজির আহম্মেদ (৫৮), পিতামৃত – আবুল কাশেম , সাং – দৌলতপুর , থানা – হোমনা , জেলা – কুমিল্লা , ৪। মোঃ রাজিব মিয়া (৩৩), পিতামৃত – ঝারু মুন্সি , সাং – মধ্যমেড্ডা , থানা ও জেলা – ব্রাহ্মণবাড়িয়া , ৫। মোঃ শাহাজাহান মিয়া (৬০), পিতামৃত – মজিবুর রহমান , সাং – পশ্চিমমেড্ড (সিও অফিস) , থানা ও জেলা ব্রাহ্মণবাড়িয়াদের ২ সেট পুলিশের পোশাক,১ জোড়া হ্যান্ডকাফ,১টি বেল্ট,২০০ ইউএস ডলার,২০০০ সৌদি রিয়াল,১১০০০ টাকা ও ডাকাতির কাজে ব্যাবহৃত নোহা গাড়ী সহ আটক করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা রায়পুরা থানার পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত আছে মর্মে জানায়। অত্র ঘটনা সংক্রান্তে তদন্ত চলমান আছে।

    বাংলাদেশ সময়: ১২:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ