• শিরোনাম

    পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট উৎপাদনে, সুপার ক্রিটিক্যাল ক্লাবে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

    পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট উৎপাদনে, সুপার ক্রিটিক্যাল ক্লাবে বাংলাদেশ

    apps

    পটুয়াখালীর পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে গত মঙ্গলবার কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট  বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে উৎপাদন শুরু করে।  আমদানি করা কয়লা দিয়ে এটিই দেশের  প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটিতে বাংলাদেশ ও চীনের সমান মালিকানা রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

    এর আগে গত ১৩ জানুয়ারি পায়রা বিদ্যুৎ কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছিল। তারপর গত ১৪ মে কেন্দ্রটির প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দেওয়া হয়।

    বাংলাদেশ সময়: ৬:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ