• শিরোনাম

    ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

    বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

    ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

    apps

    নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদণা কর্মসূচীর আওতায় আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
    বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলীর সঞ্চালনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দিকা, ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান সহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

    কৃষি অফিস সূত্রে জানা যায় ৫শত জন কৃষককে প্রতিজনের মাঝে আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি-১০ কেজি, এমওপি ১ কেজি এবং ১ হাজার কৃষককে মধ্যে প্রতিজনকে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ১২:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ