• শিরোনাম

    চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    মোঃ আব্দুস সালাম-চিরিরবন্দর রবিবার, ২৬ মার্চ ২০২৩

    apps

    দিনাজপুর চিরিরবন্দরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।
    আজ রবিবার ( ২৬ মার্চ ) দিবসটি উপলক্ষে সূযোদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
    এ উপলক্ষে সরকারি-কর্মকর্তা কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, চিরিরবন্দর প্রেসক্লাব, সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ স্টেশন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
    অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনায়
    উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান এর সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার শাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান জোতিশ চন্দ্র রায় , মহিলা ভাইস-চেয়ারম্যান লায়লা বানু , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহি , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সরফরাজ হোসেন, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা শারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম, উপজেলা অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশীদ , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুর এ কামাল , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম উদ্দিন ( গোলাপ ) ইউসুব পুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার লিটন । বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
    আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান ।

    বাংলাদেশ সময়: ৮:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৬ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ