• শিরোনাম

    গৌরবদীপ্ত শিবপুর উপজেলা

    অনলাইন ডেস্ক বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

    গৌরবদীপ্ত শিবপুর উপজেলা

    apps

    (নূরুদ্দীন দরজী)

    যেকালে বঙ্গে ছিল শিবের প্রতিপত্তি সুনাম,
    শিবের শৈব খড়্গ রাজা হতে শিবপুর নাম।
    শৈব ছেড়ে বৈঞ্চব হলে রাজা লক্ষণ সেন,
    বহুমতে এ জন্য‌ নাকি তিনি রাজ্য হারান।
    শিবপুরে উর্বর মাটির পরম মাতৃ যতনে,
    রাশি রাশি ফুটে ফুল এ পবিত্র কাননে।
    ফুলবৃন্তে শহীদ আসাদ গর্ভনর সুলতান,
    মান্নান ভূঁইয়া, কিরন খান ও বহু সন্তান।
    এ আকাশে রবি শশী তারা আলোয় ভরে যায়,
    পুষ্পে গুঞ্জে ভ্রমর পাখিরা গায় কৃঞ্চচূড়ায়।
    পাহাড়িয়া আড়িয়লখাঁ শীতলক্ষ্যা পারে পারে,
    ঐতিহ্যে দাঁড়িয়ে আছে ১৯৬টি গ্ৰাম সারে সারে।
    অনেক প্রাচীন কীর্তির জন্য মাথা উঁচু করি,
    চিনাদীবিল, পুটিয়া আছে টেক সোনাইমুড়ী।
    সব্জী, কাঁঠাল লটকনে করছি অনেক জয়,
    আমাদের কলম্বো লেবু গন্ধ সারা বিশ্বময়।
    কত মানুষ, বন্ধুর সাথে দেখা হতো এ শিবপুরে,
    হারিয়ে গেছে মুখগুলো বার বার মনে পড়ে।
    গর্বে ভরা মন আমাদের শিবপুর হলো প্রাণ,
    থাকবো যতদিন বাড়াব‌ই শিবপুরের মান।

    বাংলাদেশ সময়: ১২:৫১ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রূপা

    ২৪ অক্টোবর ২০২০

    নায়িকা হয়েও কবি ছিলেন

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ছোটগল্প (দেনা)

    ২৫ জুলাই ২০২১

    আর্কাইভ