• শিরোনাম

    গাজীপুরে সুনাম অর্জন করছে এলিট কেয়ার হসপিটাল

    সুজন সারোয়ার, স্টাফ রিপোর্টার : রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

    গাজীপুরে সুনাম অর্জন করছে এলিট কেয়ার হসপিটাল

    apps

    গাজীপুরে চিকিৎসা খাতে বেশ সুনাম অর্জন করছে এলিট কেয়ার হসপিটাল ইনফর্টিলিটি সেন্টার। এলিট কেয়ার হসপিটাল ইনফর্টিলিটি সেন্টার গাজীপুরের স্বাস্থ্যখাতে একটি ব্রান্ড। গাজীপুরের এলিট কেয়ার হসপিটাল মানুষের বিশ্বাসকে অটুট করছে। অন্য দিকে মানুষের স্বাস্থ্যসেবাকে সহজ এবং উন্নত করছে এলিট কেয়ার হসপিটাল ইনফর্টিলিটি সেন্টার।
    শুক্রবার সরেজমিন ঘুরে দেখা যায়, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ রোডে ২০২০ সালের আগষ্ট মাসে সবরকম রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে নিয়ে যাত্রা শুরু করেছে এলিট কেয়ার হসপিটাল ইনফর্টিলিটি সেন্টার। শতভাগ দালালমুক্ত এই হাসপাতালে রয়েছে ২৪ ঘন্টা গাইনী চিকিৎসকের সুবিধা। ব্যথা মুক্ত ডেলিভারী করাসহ অসুস্থ রোগীদের জন্য রয়েছে সব ধরণের সুযোগ সুবিধা। এলিট কেয়ার হসপিটাল ইনফর্টিলিটি সেন্টার হাসপাতালের অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে সেবার সূচনা হয়। তরুণ তরুণীর সমন্বয় গঠিত একটি টীমের সদস্যরা রুগীকে পৌঁছে দেবে ডাক্তারের চেম্বার পর্যন্ত। এর পরে রিপোর্ট বা হাসপাতালে ভর্তি হতেও সার্বক্ষণিক সহায়তা করে এই টীম। এলিট কেয়ার হসপিটাল ইনফর্টিলিটি সেন্টারে অসুস্থ রোগীরা সুযোগ সুবিধার পাওয়ার কারণে প্রচুর রোগী আসে এই হসপিতালে। মনমুগ্ধ করা রোগীদের সেবার প্রদানের কারণে গাজীপুরে এলিট কেয়ার হসপিটাল ইনফর্টিলিটি সেন্টার সুনামের সাথে চলছে।

    বাংলাদেশ সময়: ১০:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    মৃত্যু ২৮, শনাক্ত ১৫৪০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ