• শিরোনাম

    আমরা বাঙালি সন্তান

    অনলাইন ডেস্ক রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

    আমরা বাঙালি সন্তান

    apps

    (নূরুদ্দীন দরজী)

    আমরা রয়েছি বঙ্গোপসাগর পারে,
    পাক ভারত উপমহাদেশের পূর্ব ধারে।
    পদ্মা,মেঘনা যমুনা ও ব্রম্মপুত্র তীরে ,
    সতরকোটি বাংলাদেশী সুখের নীড়ে
    বাঙালি স্বাধীন,সার্বভৌম জাতি মহান,
    জাতির পিতা শেখ মুজিবুর রহমান ।
    সুজলা, সুফলা শস্যের সবুজ দেশ,
    প্রীতির বন্ধনে রয়েছি শান্তি যে অশেষ
    এখানে মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান
    মিলেমিশে আছিসবে ভালবাসা সমান
    ত্রিশ লক্ষ শহীদের রক্ত ভেজা এ দেশ
    সূর্যসেন তিতুমীর বনভান্তের যে দেশ।
    এদেশ বুজুর্গ আলেমকুলের পুণ্য দেশ
    অলি আল্লাহ ও শহীদগাজীর স্বপ্নদেশ
    আমাদের আছেন রবীন্দ্রনাথ নজরুল
    শামসুররাহমান জীবনানন্দ ও জয়নুল
    জরা ব্যাধি,রোগ শোক দুঃখ ব্যথা যত
    সবাই মিলে সেরে নিবো সকল ক্ষত।
    অতীত বিশ্বে যতরোগ‌ও হয়েছেআপদ
    বাংলাছিল প্রায় সময়‌ অনেক নিরাপদ
    এ বিশ্বাস মনে রেখে চলবো সাবধান,
    প্রভুর কৃপায় থাকবো সুখে বঙ্গ সন্তান

    বাংলাদেশ সময়: ১২:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রূপা

    ২৪ অক্টোবর ২০২০

    নায়িকা হয়েও কবি ছিলেন

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ছোটগল্প (দেনা)

    ২৫ জুলাই ২০২১

    আর্কাইভ