
আলী হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার ভোলা: | রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট
বোরহানউদ্দিন ও দৌলতখানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত পরপর দুইবারের ভোলা ২ আসনের অত্যন্ত জনপ্রিয় ও সফল এমপি আলী আজম মুকুল এর বিকল্প নেই। জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটে পরপর দুইবার এমপি হয়ে তিনি ইতোমধ্যে যে অভূতপূর্ণ কাজ বোরহানউদ্দিন ও দৌলত খানের জন্য করেছেন তা এর আগে অন্য কোন এমপি এত দ্রুত করতে পারেনি। আমি স্বচক্ষে যা দেখেছি বিএনপি-জামাত জোটের এমপিরা কখনো জনগণের ভোটে এমপি হয়ে আসেনি তাই তারাএমপি হয়েও বোরহান উদ্দিন ও দৌলত খানের মানুষের জন্য কখনোই কিছু করেনি বরং লুটপাট করে তারা তাদের আখের গুছিয়েছে। অথচ আমাদের এমপি মহোদয় আলী আজম মুকুল এই দশটি বছর দিনরাত বোরহানউদ্দিন ও দৌলত খানের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য করেছেন। শুধু তাই নয় মহামারী করনা আইলা সিডর সর্বশেষ মোখার মত ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগেও ঢাকা শহরে আরাম আয়েশে বরং প্রত্যন্ত নেতাকর্মীদের পাশে থেকে তাদেরকে সাহস যুগিয়েছেন।
গতকাল ১০ জুন শনিবার তার নিজ অফিস কক্ষে আসছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন বিষয়ে একান্ত আলাপ কালে এসব কথা বলেন, বোরহানউদ্দিন উপজেলার ১০ নং কুতুবা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও অত্যন্ত সফল চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া । এসময় তিনি আরও বলেন,
এমপি মহোদয়ের উন্নয়নের কথা বলে শেষ করে যায়না, অতি অল্প সময়ের তিনি ব্যাপক কাজ করেছেন। প্রথমেই তিনি বোরহানউদ্দিন ও দৌলতখানের মানুষকে ব্লক ফেলে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছেন। তার পাশাপাশি বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রতিটি ইউনিয়নের আনাচে কানাচের কাঁচা রাস্তাগুলো পাকা করেছেন। বোরহানউদ্দিন পৌরসভা ও দৌলতখান পৌরসভা থেকে শুরু করে দুই উপজেলার কোন গ্রামেই এখন আর কাঁচা রাস্তার দেখাই পাওয়া যায়না। তাই এখন আমাদের বোরহানউদ্দিন ও দৌলতখানের তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের একটাই চাওয়া কোন মতোই যেন এ উন্নয়নের ধারা ব্যাহত না হয়। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সকলের প্রিয় আলী আজম মুকুল এমপি মহোদয়ের বিকল্প নেই।
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।