• শিরোনাম

    ২১ শের সেই অগ্নিস্ফুলিঙ্গ বাঙ্গালীর হৃদয়ে আজও বেগমান – কায়সার মাহমুদ

    নারগিস পারভীনঃ রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২

    ২১ শের সেই অগ্নিস্ফুলিঙ্গ বাঙ্গালীর হৃদয়ে আজও বেগমান – কায়সার মাহমুদ

    apps

    বাঙ্গালীর ভাষা আন্দোলনের গৌরবময় মহান দিবস অমর ২১শে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলনের সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ বলেন, ২১ শের সেই অগ্নিস্ফুলিঙ্গের দিন বাঙ্গালীর হৃদয়ে আজও বেগমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের উন্নয়ন ধারাকে তরান্বিত করতে তিনি বলেন,দেশের প্রতিটি গৌরবময় অর্জনেই আওয়ামী লীগের ত্যাগ ও অবদান অবিস্মরণীয়। বঙ্গীয় সমাজে ভাষা- বিক্ষোভ আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা ও উদ্যোগে ১৯৪৭-১৯৫২ সালের প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কালপর্বে রাষ্ট্রভাষা আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো মুক্ত থেকে, কখনো বা কারাগার থেকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত ছিলেন রাষ্টভাষা আন্দোলনে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে তা চরম ভাবে প্রকাশ পায় এবং শুরু হয় রক্তের হুলিয়া বাঙালির সাথে পাকিস্তানি বাহিনীর। বাঙালির সার্বভৌমত্বের অস্তিত্বের লড়াই আন্দোলনে একাত্তরের ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মায়ের ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় সৃকৃতি লাভের ভাষা আন্দোলনের দিন ২১ শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি রাষ্ট্র ভাষার দাবিতে প্রাণ দিয়েছিল বাঙ্গালি৷ দিনটি এখন শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বীর বাঙালি জাতি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষার সৃকৃতি লাভের জন্য গড়ে উঠা আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখ সহ অনেকের তাজা রক্তে। “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি আমি কি ভূলিতে পারি” একুশের আত্মত্যাগ শহীদের স্মৃতিবাহী শোকাবহ মাস হলেও ত্যাগ ও আত্মজাগরণের গৌরবোজ্জ্বল অধ্যায়ে দিনটি উদযাপিত করা হয় পরম মমতায়, বর্তমান কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকারী স্বাস্থ্যবিধি মেনে শহীদ দিবসের ভাবগাম্ভীর্য রক্ষা করে যথাযত মর্যাদায় দিবসটি পালন করবেন বাড্ডা থানা আওয়ামী যুবলীগের সকল নেত্রী বৃন্দ সহ সমগ্র জাতি।

    বাংলাদেশ সময়: ৩:৪০ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ