• শিরোনাম

    ২১ শের সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নুরুল ইসলাম

     স্টাফ রিপোর্টারঃ রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২

    ২১ শের সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নুরুল ইসলাম

    apps
    যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম( নূরু)। “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি আমি কি ভূলিতে পারি” মায়ের ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় সৃকৃতি লাভের ভাষা আন্দোলনের দিন ২১ শে ফেব্রুয়ারি। নিজের ভাষা,দেশের সার্বভৌমত্বের অস্তিত্বের লড়াইয়ে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে রচিত হয়েছিল মাতৃভাষা আন্দোলন। শহীদ দিবস ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আলোচনা কালে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে বলেন,দেশের উন্নয়নের ধারাকে তরান্বিত করতে বাংলাদেশ আওয়ামী লীগের অবদান অবিস্মরণীয়। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি রাষ্ট্র ভাষার দাবিতে প্রাণ দিয়েছিল বাঙ্গালি৷ দিনটি এখন শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। মুখের ভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস গড়েছে বীর বাঙালি জাতি। প্রাণের ভাষা বাংলাকে উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষার সৃকৃতি লাভের জন্য গড়ে উঠা আন্দোলনে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক প্রমুখের তাজা রক্তে । যার ফলে বাংলা ভাষা পায় রাষ্ট্রীয় মর্যাদা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির সার্বভৌমত্বের অস্তিত্বের লড়াইয়ের আন্দোলন এবং একাত্তরে ৯ মাস পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একুশের আত্মত্যাগ ও মহিমায় শহীদের স্মৃতিবাহী শোকাবহ মাস হলেও ত্যাগ ও আত্মজাগরণের গৌরবোজ্জ্বল অধ্যায়ে দিনটি উদযাপিত করা হয় পরম মমতায়, বর্তমান কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকারী স্বাস্থ্যবিধি মেনে শহীদ দিবসের ভাবগাম্ভীর্য রক্ষা করে যথাযত মর্যাদায় দিবসটি পালন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেত্রী বৃন্দ সহ সমগ্র বাঙালি জাতি।

    বাংলাদেশ সময়: ৩:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ