মোঃ জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ | প্রিন্ট
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালতের যৌথ্য অভিযানে মস্ক পরিধান না করা ,স্বাস্থ্যবিধি মেনে না চলা ,ক্রেতাদের মাস্ক বিহীন সেবা প্রদান করা সহ ডিলিং লাইসেন্স না থাকার দায়ে ব্যবসায়ী সহ বিভিন্ন মানুষের কাছ থেকে নগদ অর্থ জরিমানা আদায় করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী । হরিণাকুণ্ডু বাজার ও উপজেলা মোড় এলাকায় রড সিমেন্ট বিক্রেতা কাজী ট্রেডার্স কে ডিলিং লাইসেন্স না থাকার দায়ে ৫ হাজার টাকা জরিমানাসহ মাস্ক পরিধান না করায় অপরাধে বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষকে সচেতনতার জন্য বিশেষ নির্দেশনা প্রদানকরা সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসন।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বয় হরিণাকুণ্ডু হাট ও বাজারে কাঁচা মাল সহ নিত্য প্রয়োজনীয় মালামালের মূল্য উর্ধগতী রোধে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং সহ মাছ বিক্রেতাদের ওজন বাটখারা পরীক্ষা করে বাটখারা জব্দ করেন । ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা পুলিশ সহযোগিতা করে ।
Posted ১:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।