খোরশদে আলম | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
বিপুল সংখ্যক জনসংখ্যা, শিল্পের গুরুত্ব বিবেচনায় সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পৌরসভায় রূপান্তরিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মঙ্গলবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন । ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘আশুলিয়া একটি ঘনবসতিপূর্ণ শহর হিসেবে গড়ে উঠেছে। এখানে প্রচুর শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক সরকারি স্থাপনাও এখানে আছে। এই কারণে এই অঞ্চলের লোকজনের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্যে এটাকে পৌরসভায় রূপান্তর করা দরকার। এটা অনেক দিন ধরেই দাবি উঠছিল। সেই অনুযায়ী ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম উদ্যোগ নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রালয়ে তিনি আবেদন দিয়েছেন। আবেদন দেওয়া মাত্রই এটার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটার ফলাফল আমরা পাব, পৌরসভা হিসেবে দেখতে পাব। ঢাকার সাভার উপজেলার ১২টি ইউনিয়ন ঢাকা-২, ঢাকা-১৯ ও ঢাকা-১০ আসনে বিভক্ত। এর মধ্যে শুধু ঢাকা-১৯ আসনেই ভোটার প্রায় সাড়ে ৭ লাখ।জনসংখ্যার গুরুত্বে ধামসোনা, আশুলিয়া, ইয়ারপুর, পাথালিয়া ও শিমুলিয়া নিয়ে আশুলিয়া থানা গঠিত হয়েছে ২০০৫ সালেই।
আশুলিয়া থানায় ইপিজেড ও পরমাণু গবেষণা কেন্দ্র সহ বিপুল সংখ্যক শিল্প ও আবাসন গড়ে উঠেছে। তাই গুরুত্ব বিবেচনায় থানার একটি ইউনিয়নকে স্বতন্ত্র পৌরসভা করার আবেদন করা হয়।
Posted ৬:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।