• শিরোনাম

    মাইলস্টোন কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

    মোঃ ওমর ফারুক : শনিবার, ০৭ অক্টোবর ২০২৩

    মাইলস্টোন কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

    apps

    শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা ও তাঁদের অবদানকে স্মরণের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। শিক্ষকদের জন্য বিশেষ একটি দিন হিসেবে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন শিক্ষক: শিক্ষকের স্বল্পতা পূরণ করা বৈশ্বিক দাবি’। দিবসটি পালন উপলক্ষে উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার।

    শিক্ষক-শিক্ষিকাদের সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্বক বিশেষ আলোচনা সভায় অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেনÑ‘শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। যাঁদের নিঃস্বার্থ পরিশ্রমে আলোকিত ও সুন্দর হয় আমাদের পৃথিবী।’ একজন মানুষের জীবনে শিক্ষকের ভূমিকার প্রতি আলোকপাত করে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেনÑবাবা মায়ের পরেই আমাদের জীবন গঠনে যিনি সবচেয়ে বেশি অবদান রাখেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। আজ আমরা সেই মহান শিক্ষকদের অন্তরভরে শ্রদ্ধা ও স্মরণ করবো।

    বাংলাদেশ সময়: ১১:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৭ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ