• শিরোনাম

    বাংলাদেশ কোস্ট গার্ড এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ এর মধ্যকার দুইটি হারবার প্যাট্রল বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষর

    নিজস্ব প্রতিনিধি: রবিবার, ০৯ মে ২০২১

    বাংলাদেশ কোস্ট গার্ড এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ এর মধ্যকার দুইটি হারবার প্যাট্রল বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষর

    বাংলাদেশ কোস্ট গার্ড এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ এর মধ্যকার দুইটি হারবার প্যাট্রল বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষর

    apps

    অদ্য রবিবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ড এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ এর মধ্যে ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ০২টি হারবার প্যাট্রল বোট (এইচপিবি) নির্মাণ ও সরবরাহের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, বিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (Rear Admiral M Ashraful Haq, NUP, BCGM, ndc, afwc, psc) উপস্থিত ছিলেন।

    রবিবার (৯ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমডোর এস এম মনিরুজ্জামান, (সি), ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন (Commodore S M Moniruzzaman, (C), OSP, ndc, ncc, psc, BN), ব্যাবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ।

    এছাড়াও উক্ত অনুষ্ঠানে কোস্ট গার্ড সদর দপ্তরের পরিচালকগণ এবং ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ এর অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ০১ আগস্ট ২০১৮ তারিখে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ এর তত্ত্বাবধানে নির্মিত ০২টি ইনসোর প্যাট্রল ভেসেল (আইপিভি) বিসিজিএস সবুজ বাংলা ও বিসিজিএস শ্যামল বাংলা এবং ০২টি ফাস্ট প্যাট্রল বোট (এফপিবি) বিসিজিএস সোনাদিয়া ও বিসিজিএস কুতুবদিয়া বাংলাদেশ কোস্ট গার্ড এর নিকট হস্তান্তর করে।

    এছাড়াও আরও ০২টি ইনসোর প্যাট্রল ভেসেল (আইপিভি) বিসিজিএস জয় বাংলা ও বিসিজিএস অপূর্ব বাংলা এবং ০৬টি হাই স্পিড বোট (বড়) নির্মান শেষে হস্তাস্তর প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, নারায়ণগঞ্জ- এর একনিষ্ঠ সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা ও কর্মপরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং দুই সংস্থার মধ্যে কার্যক্রম আরও সুদৃঢ় হবে মর্মে আশা করা যাচ্ছে।

     

    বাংলাদেশ সময়: ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ