• শিরোনাম

    বঙ্গমাতার জন্মদিনে চিকিৎসকদের বিশেষ উপহার আ.লীগের ত্রাণ উপকমিটির

    স্টাফ রিপোর্টার রবিবার, ০৮ আগস্ট ২০২১

    বঙ্গমাতার জন্মদিনে চিকিৎসকদের বিশেষ উপহার আ.লীগের ত্রাণ উপকমিটির

    বঙ্গমাতার জন্মদিনে চিকিৎসকদের বিশেষ উপহার আ.লীগের ত্রাণ উপকমিটির

    apps

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে সম্মুখসারীর করোনাযোদ্ধা এক হাজার চিকিৎসককে বিশেষ উপহার সামগ্রী প্রদান করেছে।

    আজ ৮ আগস্ট  ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ  দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সামগ্রী বিতরনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দির সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মারুফা আক্তার পপি, সাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান, অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মওলা নকশা বন্দি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ সভাপতি ডা: দিলীপ রায়, যুগ্ম  সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, উপকমিটির সদস্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, ডা: হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুর রহমান মাইনু, আমিনুল ইসলাম খান আবু, আকাশ জয়ন্ত গোপ, হারুনুর রশিদ , মিজানুর রহমান,  আব্দুল বারেক, খলিলুর রহমান, নারায়ন দেবনাথ, ডা: শেখ ফয়েজ আহমেদ, রফিকুল ইসলাম রনি, সফিক বাবু,  শাহ মো. আলমগীর, মাসুদ রানা, আবুল কাশেম সিমান্ত, রফিকুল ইসলাম মৃধা, নুরী বেলাল, ইঞ্জিনিয়ার আব্দুল আলীম,  রাশেদুল ইসলাম রাশেদ, নুরুল হক সজিব, সুজন শর্মা, মো. ফারুকুজ্জামান, খালেদ হোসেন বিপু, পংকজ শাহা, শরিফুল ইসলাম, আব্দুল্লাহ মাসুম, ইদ্রিস মল্লিক, বিউটি পারভীন, শরীফ পাটোয়ারী, শওকত হোসেন খান মণির, ড. শংকর ভৌমিক,  সাইফুল ইসলাম সাইফ, ড. সুবৌধ দেব নাথ, ড. শরিফ হোসেন রাসেল, আরিফু্ল্লাহ সরকার, ড. আতাউর রহমান, কাজী জামাল, মো. খলিলুর রহমান, ডা. শেখ ফয়েজ আহমেদ, মো. শাখাওয়াত হোসেন, লায়ন কামাল হোসেন, ইমরান সোনান, মো. ইউসুফ দেওয়ান সজিব বাবু ,জান মো. রাশেলসহ অন্যরা।বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল উন্নত মানের কেএন ৯৫ মাক্স, উন্নতমানের সার্জিকেল মাক্স, হ্যান্ড স্যানুটাইজার লিকুইড, হ্যান্ড স্যানুটাইজার জেল, এন্টিসেপটিক সাবান, জীবানুশাশক স্প্রে, পন্ডস মিল্ক ক্রিম, শ্যাম্পু, লিকুইউ হ্যান্ড ওয়াস, সচেতনতামুলক লিফলেট।

    বাংলাদেশ সময়: ৬:২৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    পরম শ্রদ্ধেয় বাবার স্মরণে

    ৩০ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ