• শিরোনাম

    তথ্যমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানালেন রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ

     ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

    তথ্যমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানালেন রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ

    তথ্যমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানালেন রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ

    apps

    তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী সার্কিট হাউজে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়- মঙ্গলবার বেলা ১১টার দিকে আকাশপথে রাজশাহী হযরত মখদুম শাহ (রহ.) এর বিমানবন্দরে পৌঁছান তথ্যমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি বিটিভি রাজশাহী উপকেন্দ্রে যান। বিটিভির উপকেন্দ্র পরিদর্শন শেষে সেখানে তিনি একটি গাছের চারা রোপন করেন। পরে তিনি সার্কিট হাউসে আয়োজিত প্রেস ব্রিফিং যোগ দেন। সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং শুরুর আগে তথ্যমন্ত্রীকে রাজশাহীর সাংবাদিকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত যুগ্ম-মহাসচিব রাশেদ ইবনে ওবায়েদ, নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহমুদ, সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান, শরিফুল ইসলাম তোতা প্রমূখ। এরপর রাজশাহী জেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনের এমপি আবিদা আঞ্জুম মিতা, যুব নেত্রী বিপাশা খাতুন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, নগর আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ডাবলু সরকার তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর পর তথ্যমন্ত্রী দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার মূল পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে উল্লেখ্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দীর্ঘ এক মাস ধরে মিটিং করে বিএনপি সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার পরিকল্পনা করে। প্রকাশে তারা মিটিং করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের অংশ হল সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করা; পবিত্র কোরআর পুজামন্ডপে রেখে আসা এবং বিভিন্ন পুজামন্ডপে হামলা করা। পরে তথ্যমন্ত্রী সোনামসজিদ স্থলবন্দরের উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন। বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সেখান থেকে সীমান্ত পথ দিয়ে তার ভারত যাওয়ার কথা রয়েছে।

    বাংলাদেশ সময়: ৭:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ