• শিরোনাম

    ঝিনাইদহে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    জাফিরুল ইসলাম ঝিনাইদহঃ সোমবার, ২২ মার্চ ২০২১

    ঝিনাইদহে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    ঝিনাইদহে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

    apps

    করোনার সংক্রমন ২য় ঢেউ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানা ও মাস্ক না পরার অপরাধে ঝিনাইদহে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। এসময় মাস্ক ব্যবহার না করা, সামাজিক দুরত্ব না মেনে কেনা-বেচা করার অপরাধে ৩০ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয় এবং তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।

    সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, সম্প্রতি স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক পরিধান না করার কারণে করোনার সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচছে। এ জন্য সর্ব-সাধারণকে সচেতন করার জন্য জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। অভিযানে জরিমানার পাশাপাশি সকলকে স্বাস্থ্য বিধি মানার পরামর্শ দেওয়া হচছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

    বাংলাদেশ সময়: ৭:২৪ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ