• শিরোনাম

    গাজীপুরা কেন্দ্রীয় জামে মসজিদের দখলকৃত জমি ও আয় ব্যয়ের হিসাব বুঝিয়ে দিচ্ছে না কথিত সভাপতি কাজী আশরাফুজ্জামান খোকা

    অনলাইন ডেস্ক রবিবার, ৩১ মার্চ ২০২৪

    গাজীপুরা কেন্দ্রীয় জামে মসজিদের দখলকৃত জমি ও আয় ব্যয়ের হিসাব বুঝিয়ে দিচ্ছে না কথিত সভাপতি কাজী আশরাফুজ্জামান খোকা

    apps

    টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকার গাজীপুরা কেন্দ্রীয় জামে মসজিদের কথিত সভাপতি পরিচয় দানকারি কাজী আশরাফুজ্জামান খোকার বিরুদ্ধে মসজিদের সম্পত্তি দখল ও দানকৃত অর্থের হিসাব প্রদান না করা সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে । এসব বিষয় বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের কাছে একাধিক অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুরা কেন্দ্রীয় জামে মসজিদের প্রায় ২ শতাংশ জমি অবৈধভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন কাজী আশরাফুজ্জামান খোকা। তার পিতা মরহুম কদরুজ্জামানও মসজিদ কমিটির দায়িত্বে থাকাকালীন প্রায় ২২.৫ শতাংশ জমি ওয়াকফ এস্টেটের অনুমতি ছাড়া অবৈধভাবে বিক্রি করে দেন। এছাড়াও অভিযুক্ত কাজী আশরাফুজ্জামান খোকা গত ২০১২ সাল থেকে ২০২৩ সালে পর্যন্ত মসজিদের সকল আয় ও ব্যয় হিসাব অবৈধভাবে নিজ জিম্মায় রাখে আসছেন। এই দীর্ঘ সময়ের আয় ব্যয় এর হিসেবে বর্তমান কমিটি তার কাছে চাইলেই তিনি বিভিন্ন তালবাহানা করে আসছেন। এদিকে, এসব বিষয় একাধিক লিখিত অভিযোগ দায়েরের পর বাংলাদেশ ওয়াক্ত প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে এসব অভিযোগের সত্যতা ও পায় তদন্ত কমিটি। ঢাকা অঞ্চল ৩ ও গাজীপুর জেলার ওয়াকফ পরিদর্শক মুহাম্মদ আবুল কাশেম বলেন,কমিটি বাতিল,মসজিদের সম্পত্তি অবৈধ দখলদার কাছ থেকে উদ্ধার ও ২০১২ সাল থেকে ২০১৩ পর্যন্ত মসজিদের আয় ব্যয়ের হিসাব সহ বেশকিছু বিষয় আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন একাধিক ব্যক্তি। এসব অভিযোগের সত্যতা উঠে আসে আমাদের তদন্তে। সে অনুযায় আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়াও নতুন মসজিদ পরিচালনা কমিটি আমরা গঠন করে দিয়েছি।এসব অভিযোগের বিষয় জানতে কাজী আশরাফুজ্জামান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি কুচক্রী মহল এসব অভিযোগ দায়ের করাচ্ছে। ওয়াক্ফ প্রশাসনের কাছে আমরাও অভিযোগ দায়ের করেছি।পাল্টাপাল্টি অভিযোগ আছে এসব বিষয়ে। মসজিদের সম্পত্তি দখলের বিষয় তিনি বলেন, আমার এক চাচাতো ভাই মসজিদের নামে কিছু সম্পত্তি দান করে। সেটি কাগজে আমর সম্পতি। এখন কেউ যোদি আমার কাগজে কলমে মালিকানাধিন সম্পত্তি দান করতে চায় আমিতো সেখানে বাধা প্রদান করবোই এটাই স্বাভাবিক।

    বাংলাদেশ সময়: ১২:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ