• শিরোনাম

    গণমাধ্যম কর্মীদের নিয়ে ওয়াটারলিলি ইন্টারন্যাশনালের ইফতার ও আলোচরা

    বাংলার নবকন্ঠ ডেস্ক : বুধবার, ২৭ মার্চ ২০২৪

    গণমাধ্যম কর্মীদের নিয়ে ওয়াটারলিলি ইন্টারন্যাশনালের ইফতার ও আলোচরা

    apps

    ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াটারলিলি এক আলোচনা ও ইফতারের আয়োজন করে। ওয়াটারলিলির রামপুরা বনশ্রী অফিসে এই আলোচনা সভা শেষে ইফতারে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিগণ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটারলিলির ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াটারলিলির পরিচালক (মার্কেটিং) মোঃ মশিয়ুর রহমান খান।

    দেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুদ মহিউদ্দিন-পরিচালক- আর টিভি। সাজ্জাদ হোসেন চিশতি- বিজনেস এডিটর-রাইজিং বিডি। বসুন্ধরা গ্রুপের হেড অফ মিডিয়া সালাউদ্দিন, ডেইলি ঢাকার সম্পাদক সাজ্জাদ হোসেন শুভ, বিডি টাইমস২৪ডট লাইভ এর সম্পাদক  মো: ওমর ফারুক। ওয়াটারলিলির পরিচালক (অর্থ) মোঃ হাবিবুর রহমান কবির।

    নিউজ ওয়াচ বিডি’র সম্পাদক হাবিবুর রহমান বাবু, দেশ টিভির স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন নিশাদ, মেট্রো টাইমস এর সম্পাদক সাইফুল ইসলাম, সকালের সময়ের স্টাফ রিপোর্টার তানভীর সানি, মাতৃভূমির খবরের চিফ রিপোর্টার আবুল বারাকাত, সময়ের খবরের সম্পাদক আরিফ বিল্লাহ নাসিম, অর্থবাজার’র স্টাফ রিপোর্টার আলামিন হোসেন, বাংলার আলো’র নির্বাহী সম্পাদক সহদেব, সালাউদ্দিন -এমডি ইনোনেক্স। আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    এছাড়াওয়াটারলিলি ইন্টারন্যাশনালের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইফতারের আগে বিকেল পাঁচটায় ওয়াটারলিলির রামপুরা বনশ্রী অফিসে এক আলোচনা সভা শেষে ইফতারে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিগণ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটারলিলির ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াটারলিলির পরিচালক (মার্কেটিং) মোঃ মশিয়ুর রহমান খান।

    বাংলাদেশ সময়: ৫:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ