
মোহাম্মদ আবদুল আজিজ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট
বেকারদের কর্মসংস্থানে উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। বাড়ি বাড়ি নিজেরাই কর্মস্থল তৈরি করতে পারবেন বেকাররা। তবে নিজ চেষ্টা থাকতে হবে। হাঁসের খামার সৃষ্টি করে সহজেই খুঁজে পাওয়া যাবে স্বাবলম্বী হওয়ার উপায়।
এমন সুযোগ তৈরি করে দিয়েছে কুড়িগ্রাম জেলার হ্যাচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার।চলতি বছরের মার্চ মাস থেকে সরকারিভাবে মেশিনের মাধ্যমে বেইজিং ও জিনডিং জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হচ্ছে এ খামারে। এসব হাসের বাচ্চা সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে।
আলাপকালে হ্যাচারীসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার,কুড়িগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ডাঃ মোঃ রুবাইয়েত রেজা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, হাঁসের বাচ্চা বিক্রির সঙ্গে খামারিদের পরামর্শ দেওয়া হয়। বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, এসব তথ্য দ্রুত তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে খামারের পক্ষ থেকে নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে। তথ্যগুলো জেনে যেকেউ নিজ বাড়িতে হাঁস পালন শুরু করতে পারবেন। এ খামার থেকে এক দিনের হাঁসের বাচ্চা বিক্রি করা হয়। বেইজিং ও জিনডিং জাতের বাচ্চাগুলো প্রায় সাড়ে ৪ মাস লালন পালনের পর থেকে ডিম দেওয়া শুরু করে।
এরমধ্যে বেইজিং জাতের হাঁস প্রায় ৭০ সপ্তাহ ও জিনডিং জাতের হাঁস ৬০ সপ্তাহ ডিম দেবে। ডিম বিক্রি করার পর মাংসের জন্য হাঁস বিক্রি করেও প্রচুর টাকা আয় করা সম্ভব।
এ সংবাদ শুনে বিভিন্ন এলাকার খামারিদের মাঝে বিপুল উৎসাহ দেখা দিয়েছে। অনেকেই এ খামারে এসে হাঁসের বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন। নিজ নিজ বাড়িতে ছোট বড় খামার গড়ে তুলছেন।
Posted ১০:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।