মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

সন্ধ্যার পর রাতের ঢাকায় নেমে আসে চাঁদাবাজি , ছিনতাই ও খুনের ঘটনা

  |   সোমবার, ১৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট

সন্ধ্যার পর রাতের ঢাকায় নেমে আসে চাঁদাবাজি , ছিনতাই ও খুনের ঘটনা

রাত হলেই যেন আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। চাঁদাবাজি, ছিনতাই, খুনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। রোববার রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে, মিরপুরে মাদক ব্যবসার আধিপত্যের জেরে খুন হয় এক শ্রমিক।

অন্যদিকে, শান্তিনগরে চাঁদা চাইতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়ে ৪ জন। ক্ষুব্ধ নগরবাসী জানান, এমন আতঙ্কময় রাত কাটাতে চান না তারা।

মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১ এ শিশু পার্কের পাশে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রনির প্রতিপক্ষের কয়েকজন এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। মাদক ব্যবসায় বাধা দেয়াতেই খুন হয়েছেন রনি, এমনটাই মনে করেন তারা।

তাদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মাদকের রমরমা বাণিজ্য। যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে বিবাদ। এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সবার।

ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা। এ সময়, একজন সন্দেহভাজনকে আটক করতে দেখা যায়।

এ বিষয়ে পুলিশের পল্লবী জোনের এডিসি মো. জাকারিয়া জানান, ছুরিকাঘাত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরবর্তীতে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

একই রাতে রাজধানীর শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে এলাকাবাসী। পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের।

স্থানীয়রা জানান, এক বাড়ির মালিকের কাছে ১০ জনের একটি দল চাঁদা দাবি করে। খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী।

ভুক্তভোগী বাড়ির মালিক জানান, তার কাছ থেকে ৩ লাখ টাকা দাবি করে তারা। জোরপূর্বক টাকা আদায় করতে চাইলে একপর্যায়ে তাদের আটক করে বেঁধে রাখে স্থানীয়রা।

পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. সাইফুর রহমান, চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে এলাকাবাসী বাদী হয়ে মামলা দায়ের করার কথা রয়েছে।

অপরদিকে পান্থপথ স্কয়ার হাসপাতালের সামনে রিকশায় থাকা এক যুবকের হাত থেকে মোটর বাইকে থাকা দুই ছিনতাইকারী তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায় , এ ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেয সংগ্রহ করতে গেলে অধিকাংশ সিসিটিভি ফুটেজ অকার্যকর দেখা যায় ।

এমন চাঁদাবাজি কিংবা সংঘাত-হানাহানির রাত নয়, বরং একটু স্বস্তিতে চিন্তামুক্ত হয়ে ঘুমাতে চায় সাধারণ মানুষ।

Facebook Comments Box

Posted ৮:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins