• শিরোনাম

    মোহনপুরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যানসহ ২৬৮ প্রার্থীর মনোনয়ন উত্তোলন

    মোঃ তোফাজ্জল হোসেন , মোহনপুর প্রতিনিধি : বুধবার, ২৭ অক্টোবর ২০২১

    apps

    রাজশাহীর মোহনপুরে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। মোহনপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন। সংরক্ষিত আসনে ৫৭ জন ও সাধারণ সদস্য পদে ১৯২ জন। চেয়ারম্যানসহ ২৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

    ১ নং ধুরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. দেলোয়ার হোসেন, বর্তমান চেয়ারম্যান মো. কাজিম উদ্দিন, মাহবুব আলম। সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

    ২ নং ঘাসিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বতমান চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম বাবলু, বিএনপি নেতা মো. তাজরুল ইসলাম। সংরক্ষিত আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৯ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

    ৩ নং রায়ঘাটি ইউনিয়নে তিনজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাবুল হোসেন, আওয়ামীলীগ নেতা মো.আক্কাস আলী, বিএনপি নেতা মো. রোস্তম আলী। সংরক্ষিত আসনে ৬ জন ও সাধারণ সদস্যপদে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

    ৪ নং মৌগাছি ইউনিয়নে চেয়ারম্যানপদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আল আমিন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মো. হারেস আলী। সংরক্ষিত আসনে ১৩ জন ও সাধারণ সদস্যপদে ২৯ জন প্রার্থী মনোনয়নপ্রত্র উত্তোলন করেছেন।

    ৫ নং বাকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আব্দুল মান্নান, বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আর রশিদ, জালাল উদ্দীন। সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারণ সদস্যপদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

    ৬ নং জাহানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. হযরত আলী, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, বর্তমান চেয়ারম্যান মো. এমাজ উদ্দিন খান, বিএনপির নেতা এসএম মতিউর রহমান, মো. দেলোয়ার হোসেন, শাহাবুদ্দিন মোল্লা। সংরক্ষিত আসনে ৯ জন ও সাধারণ সদস্যপদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জয়নুল আবেদীন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ নভেম্বর থেকে শুরু হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এ ছাড়া ১২ নভেম্বরের পর দেওয়া হবে প্রতীক বরাদ্দ। তিনি আরো বলেন, আশা করি, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। মোঃ তোফাজ্জল হোসেন মোহনপুর, রাজশাহী

    বাংলাদেশ সময়: ৫:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ