বুধবার ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

ঢাকায় আয়োজিতদু’দিনব্যাপী ‘যাকাত, দান-অনুদান সংগ্রহ কর্মসূচি’ ও ‘সেমিনার’

  |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   |   প্রিন্ট

ঢাকায় আয়োজিতদু’দিনব্যাপী ‘যাকাত, দান-অনুদান সংগ্রহ কর্মসূচি’ ও ‘সেমিনার’

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’ এর আওতায় দুস্থ ও অসহায় রোগীদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকায় আয়োজিতদু’দিনব্যাপী ‘যাকাত, দান-অনুদান সংগ্রহ কর্মসূচি’ ও ‘সেমিনার’-এর আজ ছিল উদ্বোধনী দিন।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ সাইদুর রহমান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জনাব লামিয়া ইয়াসমিন, উপপরিচালক, হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জানান যে, ৬৪টি জেলায় ১১৮টি হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ও ৪২০টি উপজেলাসহ মোট ৫৩৮টি ইউনিটে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি এই যাকাত, দান-অনুদান সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কার্যক্রমের ব্যাপক প্রচার ও দরিদ্র রোগীদের হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সেবা প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মোঃ মহিউদ্দিন, সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় বলেন যে, সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর দুস্থ ও অসহায় ব্যক্তিকে সেবা প্রদান করছে এই ধরনের মহৎ কাজের জন্য সমাজসেবা অধিদপ্তর ধন্যবাদ প্রাপ্তির যোগ্য বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিত্তবানদের যাকাত প্রদানের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন যে, হতদ্ররিদ্রদের মধ্যে যারা রোগাক্রান্ত, তারা যাকাত প্রাপ্তির ক্ষেত্রে অধিক হকদার। সঠিকভাবে যাকাত আদায়ের মাধ্যমে এক দশকেই বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং যাকাত, দান-অনুদান সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ইসলামে দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তায় যাকাতের গুরুত্ব ও তাপর্য’ শীর্ষক সেমিনারঅনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক . শেখ মোঃ ইউসুফ

সভাপতির বক্তব্যে জনাব মোঃ সাইদুর রহমান খান, মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে সবাইকে যাকাত প্রদান ও সঠিকভাবে আমানতের তত্ত্বাবধান করার জন্য হাসপাতাল সমাজসেবা কার্যক্রম সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins