
| বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
আজ বিকেল ৩ ঘটিকায় র্যামার্ক-হারলেন গ্রুপের গুলশান হেড অফিসে বাংলাদেশে পর্যটনের বিকাশ এবং করণীয় সম্পর্কে টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম এবং রেমার্ক-হারলেন গ্রুপের চেয়ারম্যান ও ওয়ালটন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জনাব এস.এম. আশরাফুল আলম এবং রিমার্ক-হারলেন গ্রুপের ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় টুরিস্ট পুলিশের আরো অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে টুরিস্ট পুলিশের সাথে Remark-Harlen গ্রুপ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ নিয়ে খুব শীঘ্রই দুই পক্ষের মাঝে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করার কথা বলা হয়।
চিত্রনায়ক শাকিব খান বলেন ” বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পর্যটনের বিকাশের স্বার্থে পর্যটন স্পট গুলোর প্রচার-প্রচারণা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।সরকারকে এই বিষয়ে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি টুরিস্ট পুলিশের আরো সক্ষমতা বৃদ্ধির কথাও তিনি বলেন। ”
রিমার্ক-হারলেন গ্রুপের চেয়ারম্যান জনাব এস.এম আশরাফুল আলম বলেন “বাংলাদেশে পর্যটনের বিকাশে টুরিস্ট পুলিশ এবং রেমার্ক গ্রুপ একসাথে কাজ করবে। বিশেষ করে পর্যটন স্পট গুলোর প্রচার-প্রচারণায় রেমার্ক গ্রুপ আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তিনি টুরিস্ট পুলিশের বর্তমান কর্মদক্ষতার প্রশংসা করেন। ”
ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন “বাংলাদেশে পর্যটনের বিকাশের স্বার্থে সকলকেই এগিয়ে আসতে হবে। বিশেষ করে বড় বড় কোম্পানি যারা দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন পর্যটনের বিকাশের স্বার্থে তাদেরকে ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের পর্যটন স্পটগুলো সিনেমার বিভিন্ন দৃশ্যায়নে ব্যবহার করলে ট্যুরিজমের অনেক নতুন নতুন দার উন্মোচন হবে। “
Posted ৩:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।