নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ | প্রিন্ট
নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়ন এর লোকমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বাশঁগাড়ী যুব সংঘ ক্লাব এর আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়। ফুটবল ম্যাচ এর উদ্বোধন করেন বাঁশগাড়ী ইউনিয়ন এর কৃতি ফুটবলার মোঃ রফিকুল ইসলাম সেন্টু ও বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. রবিউল্লাহ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড জসিম উদ্দিন বলেন পশ্চাৎপদ চরাঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ফাউন্ডেশনটির কার্যক্রম শুরু করা হয় এবং ভবিষ্যতে বাঁশগাড়ীর আর্তমানবতার সেবায় এই ফাউন্ডেশনটি অগ্রনী ভূমিকা পালন করবে।এই প্রীতি ফুটবল ম্যাচ এর সার্বিক সহযোগিতায় ছিলেন বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশন এর পরিচালক মোঃ কামাল হোসেন। প্রীতি ফুটবল ম্যাচ এ উপস্থিত ছিলেন বাঁশগাড়ী নিউ মডেল হাইস্কুল এর প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সিরাজী, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ বাহাউদ্দিন, ইন্জিনিয়ার মোসলেহ উদ্দিন কামাল, বাঁশগাড়ী ইউনিয়ন এর মুক্তিযুদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান উল্লাহ, মোঃ আতাউর রহমান, ডাঃ ফারুক আহমেদ, মোঃ রওশন আলী, গোয়েন্দা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া, বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ নুরুল হক, বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা আল হোসাইন, বাশঁগাড়ী ইউনিয়ন এর সাবেক ফুটবলার মোঃ জসিম উদ্দিন ও মোঃ মিজানুর রহমান, বাতেন মেম্বার, এরশাদ মেম্বার, যুবনেতা বিল্লাল হোসেন সাগর এবং বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল হক। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোখলেসুর রহমান এর এ দল এবং মোঃ শাহাবুদ্দিন রবিন এর বি দল এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাঁশগাড়ী ইউনিয়ন এর স্বনামধন্য রেফারি মোঃ জসিম উদ্দিন এর সুদক্ষ পরিচালনায় সুন্দর ও আকর্ষণীয় একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ দল ২-১ গোলে জয়লাভ করেন। পুরস্কার হিসেবে লোকমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৩৬ ইঞ্চি এলইডি টিভি চ্যাম্পিয়ন পুরস্কার দেয়া হয়।
Posted ৭:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।