কুষ্টিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের মাসিক ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে এসময়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, উপজেলা প্রকৌশলী রোশান আহমদ, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মামুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ জিন্নাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময়ে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক বিবি করিমুন্নেছা বলেছেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে সকল দপ্তর প্রধানকে নিয়ম-শৃংখলার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন। সাম্প্রতিক সময় পরিলক্ষিত হয়েছে বেশ কিছু লোক উন্নয়ন কর্মকান্ড সহ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে নেতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেয়ার জন্য অনুরোধ করেন।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।