মনিরুল হক, স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট
তরুণদের কর্মসংস্থানসহ আগামীর স্মার্ট বাংলাদেশ ভাবনাতুলে ধরতে বাগেরহাট জেলাশহরে এই প্রথম আয়োজন করা হয়েছে স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩। শুক্রবার সকালে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে আয়োজিত দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। এখানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এমপি। আইসিটি বিভাগের সহযোগীতায় জেলা পর্যায়ে দেশেরপ্ রথম এই স্মার্ট কর্মসংস্থান মেলায় খ্যাতনামা আইটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ, সিভি জমা দেওয়া, সরাসরি নিয়োগ কারিদের সাথে কথা বলা সহ বিভিন্ন সেশনে অনুপ্রেরণা ও চাকুরির প্রস্তুতি টিপসনিয়ে বাগেরহাটের তরুণদের উদ্দেশ্যে মুল্যবান বক্তব্য রাখেন জুনাইদ আহমেদ পলক। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে মেলার বিভিন্ন সেশনে তরুণদের কর্মসংস্থান ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন‘টেনমিনিটস্ স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার ও দয়াল চন্দ্র বর্মন প্রমুখ। মেলায় ১০ জন ফ্রিল্যান্সার ও ২০ জননারী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।
Posted ৮:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।