ইসলামপুর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন; সভাপতি মোরাদ, সম্পাদক লিটন
আল মাসুদ লিটন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৭ বছর পর জামালপুরের ইসলামপুর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক ভোরের কাগজ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোরাদুজ্জামান মুরাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যায়যায়দিনের মোঃ হাফিজ লিটন। সহ-সম্পাদক পদে মানবজমিন ও আনন্দ টিভির ইয়ামিন মিয়া এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার সংবাদের মোঃ রোকনুজ্জামান সবুজ।
এককভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করে বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হন ৯ জন প্রার্থী। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. কোরবান আলী, সহ-সভাপতি পদে যুগান্তর প্রতিনিধি রহিমা বেগম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এফএনএস নিউজের আশিকুর রহমান চায়না, সাহিত্য সম্পাদক পদে একতা পত্রিকার অরুন চন্দ্র দাস ভাস্কর, ক্রীড়া সম্পাদক পদে রফিকুল ইসলাম রঞ্জু, দপ্তর সম্পাদক হোসেন রানা এবং কার্যকরী সদস্য পদে হেলাল উদ্দিন ও শাহ হোসেন আলী ফকির।