
| রবিবার, ০১ নভেম্বর ২০২০ | প্রিন্ট
খন্দকার আমির হোসেন, শিবপুর সংবাদদাতা: ১ নভেম্বর রবিবার নরসিংদী শিবপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান। এসময় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিকদার মাহমুদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি রাবেয়া, ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল, শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক আলম খান, পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার প্রমুখ। অনুষ্ঠানে ৯ জন যুব-যুবতীদের মধ্যে ৬ লক্ষ ৬০ হাজার টাকা ঋণের চেক বিতরণ ও সনদ বিতরণ করা হয়।
Posted ২:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।