• শিরোনাম

     নারায়ণগঞ্জে ঘরের মধ্যে জমে থাকা বৃষ্টির পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধুর মৃত্যু

     এস,এম মনির হোসেন (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

    apps
     নারায়ণগঞ্জে ঘরের মধ্যে জমে থাকা বৃষ্টির পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধুর মৃত্যু হয়েছে। ৯ জুন ২০২২ইং বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা একই পরিবারের তিন ভাইয়ের তিন স্ত্রী। জানা গেছে, বিমলা রানী ঘরের গেট ধরে বৃষ্টিতে ঘরের মেঝে পরিষ্কার করতে গেলে বিদ্যুতস্পষ্টি হওয়ার পর তাকে অসুস্থ্ ভেবে বাসন্তী রানী ঘোষ ও মনি রানী ঘোষ ধরে ফেলে। এতে তারাও বিদ্যুতস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার নাজমুল হাসান তাদের মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, হাসপাতলে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান।

    বাংলাদেশ সময়: ৮:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ