• শিরোনাম

    অনলাইন ডেস্ক শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১

    apps

    উড়ন্ত পাখনা

    (জান্নাতুল মেরী)

    ইচ্ছে করে উড়ে বেড়ায় দুর সীমানা পাড়ে,
    যেথায় থাকবে নির্ভাবনায় ছোট্ট একটি নীড়ে,
    থাকবেনা আর ঝগড়া-ফাসাদ কারোর প্রতি ক্ষোভ,
    প্রশান্তি আর প্রফুল্লতায় কাটবে দিব্বি খুব!!

    মনোমালিন্যের লেশমাত্র নেই প্রহারের নেই সুযোগ,
    সবকিছু থেকে অনেক দূরে থাকবো আমি যুগ,
    পাখিরা যেমন উড়ে বেড়ায় নীল গগনের তটে,
    তেমনি করে আমিও চাই উড়তে পক্ষী হয়ে বটে,
    হতে চাই এক অনাবিল পাখি আমার স্বপ্নের রাজ্যে,
    হারিয়ে যেতে চাই সেই অপরূপ প্রকৃতির মাঝে,
    প্রত্যুষে যেন সাথী হয় মন আমার ছেলেবেলা,
    উড়ন্ত সেই দিন গুলো মোর কাটবে সারাবেলা,
    পাখির মত থাকবে পাঁখা উড়বো সারাক্ষণ , পারবো কি করতে সেই বীজবুনা স্বপ্ন পূরণ,,?

    বাংলাদেশ সময়: ১০:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রূপা

    ২৪ অক্টোবর ২০২০

    নায়িকা হয়েও কবি ছিলেন

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ছোটগল্প (দেনা)

    ২৫ জুলাই ২০২১

    আর্কাইভ