॥ রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার এবং রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী যৌথ উদ্দ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীকে বাইপ্যাপ মেশিন হস্তান্তর করা হয়। গতকাল সকাল সাড়ে ৯ টার সময় রামেক পরিচালককে
করোনা রোগীর জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য একটি বাইপ্যাপ মেশিন হস্তান্তর করা হয়।হস্তান্তর অনুষ্ঠানে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর বর্তমান প্রেসিডেন্টসহ ক্লাবের রোটারিয়ান এ. আর জোযার্দার, মোজাম্মেল হক, এম. এ মান্নান খান, আমিনুল ইসলাম, অনু চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান এম. এ মান্নান খান।বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট মোঃ আরিফ হোসেন। বাইপ্যাপ মেশিনের কাজ হলো করোনার রোগীকে একই সঙ্গে অক্সিজেন সরবরাহ করা এবং রোগীর কার্বন-ডাই-অক্সাইড ফুসফুস থেকে বের হতে সাহায্য করা । অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী করোনা রোগীদের কষ্ট লাঘব করতে এবং জীবন রক্ষার্থে এ ধরনের মেশিন সরবরাহে সমাজের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসার জন্য প্রয়োজন বলে মনে করেন। তিনি রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার এবং রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীকে আন্তরিক অভিনন্দন জানান।তিনি আরও বরেন এটি করোনা রোগীদের জন্য সময় উপযোগী একটি পদক্ষেপ। আর্ত মানবতার সেবায় Rotary Club গুলো বাংলাদেশসহ সারাবিশ্ব সেবার জন্য কাজ করে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ সহযোগিতার জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। জয় হোক মানবতার জয় হোক রোটারির।