• শিরোনাম

    ৪ দফা দাবীতে পাবনায় ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    পাবনা প্রতিনিধি : মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

    ৪ দফা দাবীতে পাবনায় ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    apps

    ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং (বিএনবিসি) এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রকৌশলীগনদের কর্মক্ষেত্রে অবমূল্যয়নকর বিতর্কিত ধারা উপধারা সংশোধনে আইডিইাব’র চলমান ৪ দফা বাস্তবায়নের দাবীতে পাবনায় প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (২৪’ অক্টোবর) সন্ধ্যায় শহরের মিড নাইট রেষ্টুরেন্টের হলরুমে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। পাবনা সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ও সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল মান্নাফ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কেনিক ও আইডিইবি এর সহ-সভাপতি প্রকৌশলী মো. কবির উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রিয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মির্জা এটি এম গোলাম মোস্তফা, কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের যুগ্ন-সদস্য সচিব প্রকৌশলী মো. দস্তগীর, সংগ্রাম পরিষদের সদস্য প্রকৌশলী মো. অব্দুস ছালাম, আইডিইবি পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম খোকন, সংগ্রাম পরিষদের সদস্য প্রকৌশলী মো. রফিকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলোয়াত ও আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা দেয়া হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মো. ইমদাদুল হক। সমাবেশে বক্তাগণ বলেন, দীর্ঘদিন ধরে দেশের সকল বিভাগের প্রকৌশলীগনের ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে। সরকারের কাছে নিয়ম মাফিক যৌক্তিক দাবি দাওয়া তুলে ধরছেন। তবু আত্মঘাতি সিদ্ধান্ত সহ কর্মরত প্রকৌশলীগনদের সঠিক সম্মান দেয়া হচ্ছে না। আমরা দেশের সকল প্রকৌশলীগনের সরকারের সকল উন্নয়নমূলক কাজের সাথে সহযোগিতা করে থাকি। আমাদের মাধ্যমে দেশের প্রতিটি স্থানে সরকার তাদের কাজ করিয়ে থাকেন। আমাদের অবমূল্যায়ন করা হবে করা হবে না। তাই আজ আমরা দেশের সকল স্থানে নিজেদের ৪ দফা বাস্তবায়নের দাবীতে মাঠে নেমেছি। দাবিসমূহ হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতি সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কোর্স আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন করতে হবে। ঢাকা ইমারত নির্মান বিধিমালা সংশোধন পূর্বক গেজেট প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রীর সদয় প্রতিশ্রæতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানসহ পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরন করতে হবে। দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠান সমূহের শিক্ষক সল্পতা শ্রেণীকক্ষ ল্যাব ওয়ার্কসপ সংকট দূর করতে হবে। একই সাথে সকল প্রতিষ্ঠানে শিক্ষকদের পদোন্নতিসহ প্রকল্পের শিক্ষকদের নিয়মিত করনসহ ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের দাবি জানানো হয়। অনুষ্ঠানে সংগ্রাম পরিষদের সাথে একাত্বতা প্রকাশ করেন সড়ক ও জনপদ বিভাগ, গণপূর্ত ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, পানিউন্নয়ন বোর্ড, নেসকো, শিক্ষিক সমিতি, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর, টিসিসি, টেকনিক্যাল অফিসার পাবনা প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মরত সরকারি বেসরকারি সহ সকল বিভাগের প্রকৌশলীগণ, শিক্ষক ও ছাত্ররা জামিল হোসেন পাবনা

    বাংলাদেশ সময়: ২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ