• শিরোনাম

    আদালতের নিষেধজ্ঞা অমান্য করে রাতারাতি গৃহ নির্মান

    ২৫ মার্চ কালো রাতে নাজিরপুরে হিন্দু পরিবারের জায়গা দখল

    শফিকুল ইসলাম,নাজিরপুর প্রতিনিধিঃ রবিবার, ২৮ মার্চ ২০২১

    ২৫ মার্চ কালো রাতে নাজিরপুরে হিন্দু পরিবারের জায়গা দখল

    apps

    নাজিরপুরে গত ২৫ মার্চ বুধবার কালো রাতে এক হিন্দু পরিবারের জায়গা দখল করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতারাতি গৃহ নির্মানের অভিযোগ পাওয়া গিয়েছে।ঘটনাটি ঘটে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মধ্য বানিয়ারী গ্রামে। অভিযোগ কারী আনন্দ ওজা জানান,আমার এ পৈত্রিক সম্পত্তিতে অবৈধ ভাবে দখল নেয়ার জন্য একই ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের বেদার হোসেনের পুত্র মো. রুবেল ও আমীর সিকদারের পুত্র হারুন বাহিনীর নেতৃত্তে¡ র্দীঘ দিন যাবৎ অবৈধ ভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করে আমি র্ব্যথ হয়ে গত ২২ মাচর্ পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারা মোতাবেক এমপি ১৭৭/২১ মামলা দায়ের করি।আদালত ঘটনাস্থলের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিবাদীদ্বয়কে নোটিশ জারী করে নাজিরপুর থানায় প্রেরন করেন।নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এ এস আই নুর ইসলামকে দায়িত্ব দেয়। ২৪ মার্চ এ এস আই নুর ইসলাম নেটিশ জারী করা সত্তে¡ ও বিবাদীদ্বয় আদালতের নির্দ্দেশ অমান্য করে ২৫ মার্চ কালো রাতে আমার বাড়ির জায়গা দখল করে গৃহ নির্মান করে। ঘটনা টের পেয়ে আনন্দ ওজা নোটিশ জারি কারক এ এস আই নুর ইসলামকে ফোন করলে সে তাৎক্ষনিক উপস্থিত না হয়ে র্দীঘ দেড় ঘন্টা পড়ে উপস্থিত হয়। বিবাদিরা তার উপস্থিতি টের পেয়ে গৃহ নির্মানের যন্ত্রপাতি আমার বাড়ির পাশে থাকা র্দুবৃত্তদের সহযোগী চাচাতো বোন বিবাদী রোজিনা সিকদারের ঘরে রেখে পালিয়ে যায়।তিনি আরো বলেন, এই দুর্বৃত্তদের অত্যাচারে আমার মেয়ে অনিমা,ছেলে অশোক ও অন্তর ভারতে চলে গেছে।এ ব্যপারে এ এস আই নুর ইসলাম বলেন,ঘটনাটি সত্য । তবে আমার বিরুদ্ধে অভিযোগটি সত্য নয়। আমি আনন্দ ওজার ফোন পাওয়ার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছেছি।

    বাংলাদেশ সময়: ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ মার্চ ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ