| শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
হিমু পরিবহনের প্রতিষ্ঠাতা ও লেবাননের বাংলাদেশ দূতাবাসে সহকারী কন্সুলার জুবায়ের কবির তুষার প্রয়াণে কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে প্রেসক্লাব কার্যালয়ের সভাকক্ষে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জুর বিশ্বাসের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও তুষারের বড় ভাই হুমায়ুন কবির হিমু, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, কাঞ্চন কুমার হালদার, মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, জমির উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জান রিমন, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য শেফাদুল ইসলাম চান্নু।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য জাহিদ হোসেন জিহাদ, আশরাফুল আলম হীরা, কামাল হোসেন, মিলন আলী।
সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ।
প্রসঙ্গত, চলতি বছরের সোমবার ২সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় রাজধানী ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিমু পরিবহনের প্রতিষ্ঠাতা ও লেবাননের বাংলাদেশ দূতাবাসে সহকারী কন্সুলার জুবায়ের কবির তুষারের মৃত্যু হয়। এক মাসের ছুটি শেষে ২ সেপ্টেম্বর রাতেই দেশ ছেড়ে যাওয়ার কথা ছিল জুবায়ের কবির তুষারের। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি ‘হিমু’ চরিত্রটিকে ভালোবেসে ২০১৩ সালের দিকে কয়েকজন তরুণ চালু করেন ‘হিমু পরিবহন’। এ পরিবহনের সদস্যরা নিজেদের পরিচয় দেন ‘হেলপার’ হিসেবে। সেই হিমু পরিবহনের প্রতিষ্ঠাতা ছিলেন জুবায়ের কবির তুষার।কুষ্টিয়ার মিরপুরে অবস্থিত বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তুষার। তুষারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়ায়।
তিনি ২০১৫ সালের ১৫ জুন লেবাননে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। এরআগে, তুষার প্রথম আলো বন্ধু সভার পরিচালনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।