• শিরোনাম

    হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

     পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি: মঙ্গলবার, ২৮ জুন ২০২২

    হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    apps

    সোমবার (২৭ জুন) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে কৃষি অনুষদের শিক্ষকদের জন্য দু’দিনব্যাপী “শিক্ষণ পদ্ধতি বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ১০ টায় আইআরটি’র কনফারেন্স রুমে উক্ত কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, সঞ্চালনা করেন সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মাহমুদুল হাসান সিকদার। এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই শিক্ষার গুণগত মান নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন যে রিপোর্ট দিয়েছিল, সেটি বহু বছরেও বাস্তবায়নের মুখ দেখেনি। বলা হয়ে থাকে এই রিপোর্ট বিশ্বে অন্যতম সেরা একটি রিপোর্ট। ২০০৯ সালে সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের সেই রিপোর্ট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। শিক্ষার গুণগত মান নিশ্চিতের জন্য সরকার ইতোমধ্যেই বেশ কিছু বড় বড় উদ্যোগ নিয়েছে। আগামী বছর থেকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃষ্টিশীলতা ও চিন্তাশক্তি বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করা হচ্ছে। এক কথায় এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন সাধিত হবে। এই পরিবর্তনের সাথে আমাদেরও মানিয়ে নিয়ে চলতে হবে। আজকের এই কর্মশালা এক্ষেত্রে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করতে। এ ধরণের সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য আমি আইআরটি কে ধন্যবাদ জানাই।

    বাংলাদেশ সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ