• শিরোনাম

    হরিণাকুন্ডুর পারদখলপুর দক্ষিণপাড়া যুবসমাজের উদ্দ্যোগে মানবতার সাকো নির্মাণ

    অনলাইন ডেস্ক বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১

    হরিণাকুন্ডুর পারদখলপুর দক্ষিণপাড়া যুবসমাজের উদ্দ্যোগে মানবতার সাকো নির্মাণ

    apps

    এ কে এম আজাদ হরিণাকুন্ডু প্রতিনিধি : ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর দক্ষিণ পাড়ার সকল মানুষের যৌথ উদ্দোগে একটি মানবতার সাকো নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। যাতায়াতের ব্যাঘাতের কারণে কৃষকদের ফসল ঘরে আনা, শিক্ষার্থীদের স্কুল, মাদ্রাসায় যাওয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে ব্যাপক বিপর্যস্ত ছিলো এলাকাবাসী। পারদখলপুর দক্ষিণপাড়ার মুরুব্বিদের নেতৃত্বে সকল যুবসমাজ একটা সাকো নির্মাণের উদ্দ্যোগ নেওয়ার এক সপ্তাহের মধ্য বৃহৎ এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তারা মানবতার দৃষ্টান্ত স্তাপন করেন। সাকোটি নির্মাণ করতে প্রায় ১০০ টির বেশী বাশ লেগেছে এবং অন্যান্য খরচ সহ প্রায় ১ লক্ষ টাকার মত খরচ হয়েছে যার সবটুকু অর্থ দক্ষিণপাড়া মহল্লাবাসী বহন করেন। সাকোটি নির্মাণের পর এলাকবাসীর মনে সস্তির আভাস ফুটে উঠেছে। এই ব্যাপারে স্তায়ী বাসিন্দা সাবেক বিজিবি কর্মকর্তা মো: মোখলেছুর রহমান মুকুল বলেন জননেত্রী শেখ হাসিনা যদি নিজস্ব অর্থয়ানে পদ্মাসেতু নির্মাণ করতে পারে তাহলে আমরা নিজস্ব অর্থয়ানে একটা সাকো নির্মাণ করতে কেন পারবো না। সাকোটি আজ দুপুর ৩ ঘটিকার সময় এলাকাবাসীর উপস্তিতে উদ্বোধন করা হয়। এ সময় উপস্তিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মো : ইমামুল হক, মানবাধিকার কর্মী মাওলানা মোঃ তৈয়বুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ মিলন হোসেন, ও ৪ নং দৌলতপুর ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠণ অনির্বাণের পরিচালক মোঃ শামীম হোসেন ও ডাঃ আবুল কালাম আজাদ। এ সময় অনির্বাণ সংগঠনের চেয়ারম্যান ডাঃ মোঃ মিজানুর রহমান মুঠোফোনে এলাকাবাসীর মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার প্রাণের সংগঠন অনির্বাণ পরবর্তী যে কোন ভালা কাজের সাথে আজীবন থাকবে বলে জানান। সর্বশেষ দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে মানবতার সাকো উদ্বোধনের কার্যক্রম শেষ হয়।

    বাংলাদেশ সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ