• শিরোনাম

    স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ

     খন্দকার আমির হোসেন জেলা প্রতিনিধি সূত্রঃ বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

    স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ

    apps

    নরসিংদী মডেল থানার মামলা নং-০১, তারিখ-০১/১০/২০২২খ্রিঃ, ধারা-৩০২/২০১ পেনাল কোড। গত ২৯/৯/২০২২ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার পর হইতে ইং-৩০/৯/২০২২ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ভিকটিম দ্বিনা আক্তার (৩৫) কে তার স্বামী মোঃ আরমান গাজী(৪৫), পিতা-মৃত তাইজুল ইসলাম, সাং-কালাইগোবিন্দপুর (বুদিয়ামারা), থানা জেলা-নরসিংদী তার বসত ঘরের রুমের ভিতরে আটক করিয়া ধারালো ও ভারী অস্ত্র দ্বারা আঘাত করে ভিকটিম দ্বিনা আক্তারকে হত্যা করে এবং লাশ গোপন করার জন্য তোষক ও চাঁদর দ্বারা পেচাইয়া বাড়ীর পিছনে পুকুরে ফেলে দেয়। ভিকটিমের মা-রিনা বেগম(৫৫) বাদী হয়ে ঘাতক আসামী মোঃ আরমান গাজীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় এজাহার দায়ের করলে নরসিংদী মডেল থানার মামলা নং-০১, তারিখ-০১/১০/২০২২খ্রিঃ, ধারা-৩০২/২০১ পেনাল কোড রুজ করা হয়। ঘটনার পর পরই আসামী পলাতক হয়। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কাশেম ভূইয়া এর দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাঃ হারুন অর রশিদ এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/শামীম হোসেন সহ একটি চৌকস পুলিশ দল উন্নত প্রযুক্তি ব্যবহার ও গভীর তদন্তে মামলার মূল রহস্য উদঘাটন করেন এবং আসামী গ্রেফতার করার জন্য তৎপর থাকেন। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার ও গভীর তদন্তের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে ০৪/১০/২০২২ তারিখ সন্ধ্যা ০৭.৪৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা এলাকা হতে ঘাতক আসামী মোঃ আরমান গাজীকে গ্রেফতার করেন। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।

    বাংলাদেশ সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ