• শিরোনাম

    সোনারগাঁওয়ে পূর্ব সত্রুতার জেরে অনন্যা হোসাইন মৌসুমির বাড়ীর ওয়াল নির্মান কাজে বাধা

     এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) : শনিবার, ২১ মে ২০২২

    সোনারগাঁওয়ে পূর্ব সত্রুতার জেরে অনন্যা হোসাইন মৌসুমির বাড়ীর ওয়াল নির্মান কাজে বাধা

    apps

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব সত্রুতার জেরে অনন্যা হোসাইন মৌসুমির বাড়ীর ওয়াল নির্মাণ কাজে বাধা, হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে অনন্যা হোসাইন মৌসুমি জানান, বৃহস্পতিবার ১৯ মে ২০২২ ইং সকালে হাতকোপা গ্রামের মোসাঃ অনন্যা হোসাইন মৌসুমী (৪০), স্বামী বেলাল হোসেন তার নিজ বসত বাড়ীর ওয়াল নির্মাণকালে একই গ্রামের মৃত মন্নাফ মোল্লার ছেলে বিবাদী ১। মোঃ জাহের মোল্লা (৫০)সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন দাঙ্গাবাজ, মাদকাসক্ত ও খারাপ প্রকৃতির লোক সাথে নিয়ে সম্পাত্তির বিষয় নিয়া পূর্ব হইতে বিরোধ সহ মনমালিন্য চলিয়া আসিতেছে। উক্ত বিরুধের জের ধরিয়া বিবাদী প্রায়ই বাসায় আসিয়া কারনে অকারনে আমাকে সহ আমার পরিবারবর্গকে অকথ্য ভাষায় গাল মন্দ করিয়া ভয়ভীতিসহ প্রাননাশের হুমকী দিয়া পায়তারা করে আসিতেছে। আমি আমার বাড়ীর সীমানায় বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ করাকালে পূর্ব শত্রুতার জের ধরিয়া ১৯মে ২০২২ ইং সকালে উল্লেখিত বিবাদীসহ অজ্ঞাত নামা লোকজন নিয়া পরস্পর যোগসাজসে তাহাদের হাতে থাকা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বেআইনী জনতাবদ্ধে আমার বসত বাড়ীর সীমানার ভিতর অনধিকার প্রবেশ করিয়া আমার ওয়াল নির্মান কাজে বাধা নিষেধ করে। আমি মৌখিক ভাবে প্রতিবাদ করিলে উল্লেখিত বিবাদীসহ অজ্ঞাত নামা বিবাদীরা লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া আমাকে মারপিট করিতে উদ্ধত হইয়া ভয়ভীতিসহ খুন জখমের হুমকী দিয়া ওয়াল বাউন্ডারী নির্মান কাজ বন্ধ করে দিয়া আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। আমি আগাইয়া গেলে বিবাদী শাবল দিয়া আমাকে আঘাত করার চেষ্টা করে এবং আমার পরিহিত জামা কাপড় ধরিয়া টানা হেচড়া করিয়া মানহানি করে। আমার ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে উল্লেীখত বিবাদী সহ অজ্ঞাত নামা বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত রাস্তা বন্ধ করে দিয়া ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করে। এই ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য অনন্যা হোসাইন মৌসুমি সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান। ঘটনার বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বাংলাদেশ সময়: ৮:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ২১ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ