• শিরোনাম

    সোনারগাঁওয়ে দাতব্য চিকিৎসকের বাসায় দিনেদুপুরে চুরি

     এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) : রবিবার, ০৭ আগস্ট ২০২২

    সোনারগাঁওয়ে দাতব্য চিকিৎসকের বাসায় দিনেদুপুরে চুরি

    apps

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামের দাতব্য চিকিৎসক আব্দুর রহিমের বাসায় দিনেদুপুরে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ৬ আগষ্ট ২০২২ ইং দুপুরে ফাঁকা বাসায় চোরেরা সুযোগ পেয়ে ভেন্টিলেটর দিয়ে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা নগদ ৫,৪০,০০০/-টাকা, ৭ ভরি ওজনের স্বর্নালংকার, মূল্য- ৪,৯০,০০০/-টাকা ও ৮ ভরি ওজনের রুপার জিনিস পত্র যার মূল্য-১০,০০০/-টাকা। চুরি করে নিয়ে যায়। এব্যাপারে দাতব্য চিকিৎসক আব্দুর রহিমের ছেলে মো: আজিজুর রহমান বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, বিবাদী ১। আলমগীর (৩০), পিতা-অজ্ঞাত, ২। আলী (৩৮), পিতা-অজ্ঞাত, ৩। জাহিদুল (৪০), পিতা-অজ্ঞাত, ৪। মাসুম (৩০), পিতা- অজ্ঞাত, সর্ব সাং ভাগলপুর কালাদরগা, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণঞ্জ, বিবাদীরা মাদকাসক্ত ও মাদকের ব্যবসায়ী। বিবাদীরা আমার বাসার আশেপাশে সব সময় ঘোরাফেরা করে। ইং ০৬/০৮/২০২২ তারিখ দুপুর অনুমান ০১.০০ ঘটিকার সময় আমি ও আমার পরিবারবর্গ রুমের দরজা জানালা বন্ধ করে এবং দরজায় তালা লাগাইয়া বাসা হইতে বাহির হইয়া সোনাখালী সাকিনস্থ আমার বোনের বাসায় বেড়াইতে যাই। বেড়ানো শেষে একই তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় বাসায় আসিয়া রুমের ভিতর প্রবেশ কয়িা দেখি আমার কিচেন রুমের উপরের ভ্যান্টিলেটর ভাঙ্গা এবং খোলা এবং রুমের ভিতর আলমারি খোলা। আমি তখন আশেপাশের প্রতিবেশীদের ডাকিয়া তাহারা সহ রুমের ভিতর প্রবেশ করিয়া খোজ করিয়া দেখি যে, আমার কাঠের আলমারির তালা ভাঙ্গা এবং আলমারি খোলা। আলমারির ভিতর রক্ষিত নগদ ৫,৪০,০০০/-টাকা, ৭ ভরি ওজনের স্বর্নালংকার, মূল্য- ৪,৯০,০০০/-টাকা ও ৮ ভরি ওজনের রুপার জিনিস পত্র নাই। মূল্য-১০,০০০/-টাকা। আমার ধারনা উল্লেখিত বিবাদীরা উক্ত তারিখ ও সময়ের মধ্যে অজ্ঞাত নামা কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে সঙ্গপনে কৌশলে আমার কিচেন রুমের ভ্যান্টিলেটর ভাঙ্গিয়া রুমের ভিতর অনধিকার প্রবেশ করত আলমারির তালা খুলিয়া নগদ টাকা, স্বর্নালংকার ও রুপার জিনিস পত্র চুরি করিয়া নিয়া গিয়াছে। উক্ত ঘটনার পর নগদ টাকা ও স্বর্নালংকার উদ্ধারের চেষ্টা করিয়া এবং চোরদের সনাক্ত করিতে ব্যর্থ হইয়া ও আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি। এলাকাবাসী জানায়, ভাগলপুর এলাকায় ইতিপূর্বে আরোও কয়েক বাসায় এরকম চুরির ঘটনা ঘটেছে। চোরদের বিরুদ্ধে প্রশাসনের কোন আইনানুগ ব্যবস্থা না নেওয়াতে চোরেরা একেরপর এক চুরি করে যাচ্ছে। বর্তমানে ভাগলপুর এলাকার মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় ভোগছেন। এলাকাবাসী প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

    বাংলাদেশ সময়: ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ০৭ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ