• শিরোনাম

    সুন্দরগঞ্জে ডিজিটাল ভূমি সেবার উদ্বোধন

     একেএম নূরুল আমিন, গাইবান্ধাঃ রবিবার, ১৪ আগস্ট ২০২২

    সুন্দরগঞ্জে ডিজিটাল ভূমি সেবার উদ্বোধন

    apps

    গাইবান্ধার সুন্দরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে “ডিজিটাল মনিটরিং এন্ড ডিরেক্ট পাবলিক হেয়ারিং সিস্টেম” নামে ডিজিটাল ভূমি সেবার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে এ ডিজিটাল ভূমি সেবার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। এসময় জেলা প্রশাসক বলেছেন কম সময়ে ভূমি সেবা পাবে জনগণ। তৃতীয় পক্ষ বা দালাল ছাড়াই আইপিতে সংযুক্ত হয়ে জনগণ সরাসরি যোগাযোগ করতে পারবে। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ভূমি সম্পর্কে অভিযোগ জানাতে পারবে, সমাধান নিতে পারবে। জনগণের হয়রানি বন্ধে ডিজিটাল ভূমি সেবা যুগান্তকারী পদক্ষেপ। জনগণের খরচও কম হবে। দালালের পিছনে আর ঘুরতে হবেনা। এছাড়াও উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার জনগণ দুর-দুরান্ত থেকে ভূমি সেবা নিতে এসে যেন বসে বিশ্রাম নিতে পারেন সেজন্য “জীবন জমি ঘর” নামে গোল ঘরের উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, স্থানীয় সুধিজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান এ উপজেলায় যোগদানের পর থেকে ভূমি সেবা সহজ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ জনগণের সেবা নিশ্চিত করতে তার অফিস দালালমুক্ত করে সরাসরি তাদের সুপরামর্শ দিচ্ছেন। ইউনিয়ন ভূমি অফিসগুলো যেন সঠিকভাবে কাজ করে সেজন্য ইন্টারনেটের সাথে যুক্ত করেছেন। “ডিজিটাল মনিটরিং এন্ড ডিরেক্ট পাবলিক হেয়ারিং সিস্টেম” এর মাধ্যমে ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সাধারণ জনগণ তাৎক্ষনিকভাবে ভিডিও কলের মাধ্যমে সঠিক পরামর্শ ও সমাধান পাবেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে অনুপস্থিতি ও সঠিকভাবে কাজ করে কিনা তাও মনিটরিং করা হবে। তিনি খাজনা-খারিজসহ যাবতীয় লেন-দেন রশিদ মূলে করার প্রথা চালু করেন। জনগণের হয়রানী বন্ধ ও সহজ ভূমি সেবার জন্য সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আল হাসান জনগণের প্রশংসা কুড়িয়েছেন। ডিজিটাল ভূমি সেবা রংপুর বিভাগের মধ্যে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সর্বপ্রথম চালু করা হলো বলে জানা গেছে। আর এর পিছনে যার অবদান বেশি তিনিই হলেন কর্ম পাগল মানুষ মাহমুদ আল হাসান।

    বাংলাদেশ সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ