• শিরোনাম

    সিরাজগঞ্জ ব্রাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্প আয়োজনে নিরাপদ বিদেশ গমনের এক বিশেষ সভা

    টি এম এ হাসান সিরাজগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার, ১০ মে ২০২২

    সিরাজগঞ্জ ব্রাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্প আয়োজনে নিরাপদ বিদেশ গমনের এক বিশেষ সভা

    সিরাজগঞ্জ ব্রাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্প আয়োজনে নিরাপদ বিদেশ গমনের এক বিশেষ সভা

    apps

    সিরাজগঞ্জ সদর ব্রাক মাইগ্রেশন ফোরামের এক বিশেষ সভা জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস কার্যালয়ে মঙ্গলবার দুপুর ২টায় জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জ ব্রাক মাইগ্রেশন ও বিজনেস অ্যাডভাইজারী প্রকল্পের আরএসসি অফিসার রাজু আহমেদ বিষয়ভিত্তিক আলোচনা সভায় বিগত দিনের কর্মসূচির সফলতা পর্যালোচনা করেন। এবং আগামীতে নিরাপদ বিদেশ গমনের ক্ষেত্রে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানান। বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাহায্য সহানুভূতি প্রদানে সকলকে এগিয়ে আসার প্রতি তাগিদ দেন। নিরাপদ বিদেশ গমনের ক্ষেত্রে ও অভিবাসীদের পুনঃনেকত্রীকরন ও দালালদের মাধ্যমে বিদেশ গমনের ক্ষেত্রে জীবনের ঝুঁকিসহ জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাক মাইগ্রেশন প্রত্যাশা প্রকল্প আয়োজনে সিরাজগঞ্জ জেলা সদরসহ কামারখন্দ, বেলকুচি, শাহজাদপুর , উল্লাপাড়া, রায়গঞ্জ ৬টি উপজেলা প্রতিটি ইউনিয়নে ১১মে থেকে ২৮মে পটসংগীত(চিত্রসহ গীতি নৃত্য)পরিবেশন করবে খুলনার রূপান্তর সাংস্কৃতিক সংগঠক। আগামী কাল বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে পটসংগীত প্রথম পরিবেশনা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সভায় মাইগ্রেশন ফোরামের ব্রাক প্রত্যাশা প্রকল্প কর্মকর্তা ঝর্না খাতুনসহ কমিটির সাধারণ সম্পাদক পারভিন আক্তার, সদস্য আজিজুর রহমান মুন্না (সাংবাদিক) , সিরাজগঞ্জ মাইগ্রেশন ফোরামের সভাপতি আবু এহিয়া, আসলাম পারভেজ, জহিরুল ইসলাম,রফিউল আলম বাবুল, গোলাম মোস্তফা, মোঃ আনিছুর রহমান, শাহাদাত হোসেন,মোমতা বেগম,সাহিদা খাতুনসহ অনেক উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৬:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ