শুক্রবার ৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান -২০২৫ সম্পন্ন

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান -২০২৫ সম্পন্ন

মঙ্গলবার (১৮ নভেম্বর ) সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবার পুকুর, জেলা সমাজসেবা কার্যালয়, সিরাজগঞ্জ তারুণ্যের উৎসবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫ -২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জ এর ব্যবস্থাপনায় ৭০ জন সাতাঁরুদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান -২০২৫ সম্পন্ন।

সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদপত্র বিতরন করেন জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ আবুল হাসেম এবং মোঃ দেলোয়র হোসেন, প্রধান শিক্ষক, কওমী জুট মিলস হাই স্কুল, মোঃ ছাইদুল ইসলাম, প্রধান শিক্ষক, পাইকপাড়া মডেল হাই স্কুল, সিরাজগঞ্জ। প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র এর কনসালটেন্ট ফিজিও থেরাপি, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালকসহ জনাব হেদায়েতুল ইসলাম ফ্রুট, ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সম্মানিত সদস্য।
এছাড়াও সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকসহ বিভন্ন বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন অবিভাবক ও স্থানীয় দর্শকের উপস্থিতিতে ০৪ (চার) টি ইভেন্টঃ ১. প্রজাপতি সাঁতার,২. মুক্ত সাঁতার, ৩.চিৎ সাঁতার ও ৪.বুক সাঁতার এর বালক : ০৩( তিন)টি গ্রুপে যথাক্রমে বড়, মধ্যম ও ছেট এবং বালিকা : ০২ ( দুই )টি গ্রুপে যথাক্রমে মধ্যম ও ছোট, ১৩ টি ইভেন্ট এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে ৩৯ জনকে পুরস্কার প্রদান করা হয়। ফলাফল অর্জন কারীদের মধ্যে হতে ০৫ জন কে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে সনাক্ত করা হয়।

উক্ত সাতাঁর প্রতিযোগিতায় বিচারকের ওপরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, জাহানারা উচ্চ বিদ্যালয়, মোঃ হাফিজুল ইসলাম, পাইকপাড়া উচ্চ বিদ্যালয়, মোঃ আরমান, এস বি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ এবং কাওসার উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী।
ক্রীড়া অফিসার জানান, সাঁতর প্রতিযোগিতায় (অনূর্ধ্ব -১৬) ৭০ সাঁতারু হতে ০৫ জন প্রতিভাবান চিহ্নত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ নাজমুল হোসেন, কওমী জুট মিলস হাই স্কুল, সিরাজগঞ্জ।

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins