• শিরোনাম

    সিরাজগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধার ওপরে হামলার প্রতিবাদে মানববন্ধন

    জেলা প্রতিনিধি, সিরাজগজ্ঞ : সোমবার, ২২ নভেম্বর ২০২১

    সিরাজগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধার ওপরে হামলার প্রতিবাদে মানববন্ধন

    apps

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়ন পরিষদ নিবার্চনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উল্লাপাড়ার প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও তার কর্মী সমর্থকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উল্লাপাড়ার মুক্তিযোদ্ধারা শহীদ মিনার চত্ত্বরে মানবন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গত বুধবার সকালে এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দীন ও তার কর্মীরা কয়ড়া ইউনিয়নের মানিকদহ সড়ক সেতুর পাশে খোরশেদ আলম ও তার কর্মীদের ওপর হামলা চালায় এবং তাদেরকে মারধর করে বলে অভিযোগ ওঠে। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম নিবার্চনী প্রচারনা শেষে উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন। এই হামলায় খোরশেদ আলমসহ ৬ জন আহন হন। গুরুতর আহত হওয়া রকিবুল হাসান নামের এক কর্মীকে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। মানবন্ধন কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও মুক্তিযোদ্ধা শামসুল আলম বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মুক্তিযোদ্ধার উপর হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আবেদন জানান। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা খোরশেদ আলম নিবার্চনে তার এলাকার ভোটারদের সুষ্ঠু ও নিরাপদে ভোট দেবার পরিবেশ সৃষ্টি এবং ভোটের দিন ভোটকেন্দ্রে ব্যালট পেপার সরবরাহের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান।

    বাংলাদেশ সময়: ১২:১৭ অপরাহ্ণ | সোমবার, ২২ নভেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ