• শিরোনাম

    সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান সঠিকভাবে বাস্তবায়নের নিমিত্তে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

     জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

    সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান সঠিকভাবে বাস্তবায়নের নিমিত্তে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    apps

    মা ইলিশ মাছ সংরক্ষণ অভিযান, ২০২২ (৭-২৮ অক্টোবর) সঠিকভাবে বাস্তবায়নের নিমিত্তে বিশেষ প্রস্তুতুমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান উক্ত সভায় সিরাজগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির সহ মৎস্য অধিদপ্তর, সিরাজগঞ্জের সকল কর্মকর্তাবৃন্দ- কর্মচারী বৃন্দ এবং সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সহ সকল উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আমাদের জাতীয় মাছ ইলিশ যাতে সঠিকবাবে প্রজনন করতে পারে। ইলিশ সম্পদ সংরক্ষণ এর অধীন প্রণীত আইন মোতাবেক এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর-২০২২ পর্যন্ত ২২ দিন সারাদেশে এসময়ে নদী ও সাগর হতে মা ইলিশ মাছ ধরা হতে বিরত থাকতে হবে এবং মা ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি ।

    বাংলাদেশ সময়: ৭:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ