• শিরোনাম

    সিরাজগঞ্জে করোনায় আরও ৩জনের প্রাণহানি

     টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: সোমবার, ২৬ জুলাই ২০২১

    apps

    সিরাজগঞ্জে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এ আক্রান্ত হয়ে গত ২৪ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯৮জন। এ নিয়ে জেলাটিতে করোনায় মৃতের সংখ্যা ৫৫ ও আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৫৭ জনে দাঁড়ালো। মৃত ব্যক্তিরা জেলার উল্লাপাড়া, বেলকুচি ও রায়গঞ্জ উপজেলার বাসিন্দা। রোববার (২৫ জুলাই) বিকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৪ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫জনে। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর জানান, গত ২৪ঘণ্টায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৯৮ জন। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩৪দশমিক ৩৯ভাগ। আক্রান্ত রোগীদের মধ্যে ৩৬ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭হাজার ৪৫৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮শ ৩৯ জন।

    বাংলাদেশ সময়: ১২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ