• শিরোনাম

    সিন্ডিকেট করে ধান ক্রয় করায় জমে উঠছেনা ধানের বাজার

    শফিকুল ইসলাম।, নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ রবিবার, ০২ মে ২০২১

    সিন্ডিকেট করে ধান ক্রয় করায় জমে উঠছেনা ধানের বাজার

    apps

    পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজার একটি ঐতিহ্য বাহী ব্যবসা কেন্দ্র। এ বাজারে প্রতি সপ্তাহে(বুধবারও রবিবার) দু-দিন হাট বসে। এক সময় উপজেলা ব্যতিরিকে পার্শ্ববর্তী অনেক উপজেলা থেকে বিভিন্ন পন্যের ব্যবসায়ী এ বাজারে এসে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করত। রাজনৈতিক গ্রæপিং এর কারনে বাজার ইজারা মূল্য অধিক হওয়ায় দিনে দিনে বাজারটি ধ্বংসের মুখে।বর্তমানে সরকার ন্যায্য মূল্যে কৃষকের নিকট থেকে সরাসরি ধান ক্রয় করার ঘোষনা দেয়া মাত্র একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কম দামে ধান ক্রয় করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। বৈশাখ মাসে হাটের দিনে ধানের বাজার থাকতো জমজমাট। সরকার দলীয় রাজনৈতিক ছত্র ছায়ায় থেকে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে প্রান্তিক কৃষককে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করে ধান ক্রয় করায় জমে উঠছে না ধানের বাজার। এছাড়া এই অসাধু সিন্ডিকেটের সদ্যসরা বাহির থেকে বাজারে ধান ক্রয় করতে আসা ব্যবসায়ীরা যাতে ধান ক্রয় করতে এ বাজারে না আসে সে জন্য তাদের উপর চাপের সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে।এ ধানের মৌসুমে প্রতি হাটের দিনে ১৫০০/২০০০ মন ধান ক্রয়-বিক্রয় হত। হাটের দিনে সরোজমিনে বাজারে গিয়ে জানা যায়, ২৫ এপ্রিল রবিবার এই অসাধু ব্যবসায়ী চক্র কৃষকদের ন্যায্য মূল্য না দিয়ে ধাান ক্রয় করায় গত ২৮ এপ্রিল বুধবার বাজারে মাত্র ১৫০/২০০ মন ধান ক্রয়-বিক্রয় হয়েছে। এ কারনে কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।লক ডাউনে শ্রমজীবী মানুষের আয়ের কোন উৎস না থাকায় তাদের একমাত্র ভরসাই ছিল এ মৌসুমের উৎপাদিত ধান বিক্রয় করে জীবিকা নির্বাহ করবে, তাও এই সিন্ডিকেটের কারনে ধান বাজারে নিয়ে ন্যায্য মুল্য পাচ্ছে না।এ অঞ্চলের একাধীক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, খাদ্য গুদামে ধান দেয়ার উদ্দেশ্যে এই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধান ক্রয় করায় আমরা বাজারে ধান বিক্রয় করে ন্যায্য মুল্য পাচ্ছি না।শ্রীরামকাঠী বাজার ইজারাদার উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু জানান,বাজারে দ্রব্য মুল্য সিন্ডিকেট করে বিক্রেতার কাছ থেকে কম মুল্যে ক্রয় করতে চাইলে সেটা দেখার দায়িত্ব উপজেলা প্রশাসনের এটা আমার দেখার দায়িত্ব নয়।

    বাংলাদেশ সময়: ২:১৯ অপরাহ্ণ | রবিবার, ০২ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ