• শিরোনাম

    সাদুল্লাপুরে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা ও সাংবাদিক আহত , চিকিৎসার জন্য রমেকে ভর্তি

    সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি শনিবার, ১৪ মে ২০২২

    সাদুল্লাপুরে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা ও সাংবাদিক আহত , চিকিৎসার জন্য রমেকে ভর্তি

    apps

    গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাহারিয়ার ইসলাম রাসেল ও তার বড় ভাই সাংবাদিক শহীদুল ইসলাম শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে হামলায় গুরুতর আহত দুই ভাইকে ভর্তি করানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীদের চিহ্নিত এবং আটকের চেষ্টা করছে বলে জানিয়েছেন। আহত শাহারিয়ার ইসলাম রাসেল এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলডাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদন্দ্বিতা করে হেরে যান। আর তার ভাই শহিদুল ইসলাম শাহিন স্থানীয় দৈনিক ঘাঘট ও আজকের পত্রিকার প্রতিনিধি। তারা ওই ইউনিয়নের উত্তর প্রতাপ গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়রা জানায়, নিজেদের কাজকর্ম সেরে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে দুই ভাই একই সঙ্গে পায়ে হেটে নলডাঙ্গা রেল ষ্টেশন এলাকা থেকে বাড়ীতে ফিরছিলেন। সামান্ন কিছুদূর যাওয়ার পরই পথিমধ্যে সন্ত্রাসীরা তাদের উপর অর্তকিত হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগ নেতা শাহারিয়ার ইসলাম রাসেল ও তার ভাই সাংবাদিক শহীদুল ইসলাম শাহীনের শরীরের একাধিক স্থান থেকে রক্ত ঝড়তে থাকে। এ-সময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এদিকে আশপাশের লোকজন ছুটে আসার আগেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। সাদুল্যাপুর থানার পুুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশের টিম মাঠে কাজ করছে। এনিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    বাংলাদেশ সময়: ২:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৪ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ