• শিরোনাম

    সাদুল্লাপুরে ঐতিহ্যবাহী পীরেরহাটের পুকুরের পানিতে গোসল করতে এসে শিশুর মৃত্যু

     সাদুল্লাপুর প্রতিনিধি: বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

    সাদুল্লাপুরে ঐতিহ্যবাহী পীরেরহাটের পুকুরের পানিতে গোসল করতে এসে শিশুর মৃত্যু

    apps

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ঐতিহ্য বাহী ৪১ পীরের পুর্ণভৃমি পীরেরহাট পুকুরের পানিতে ডুবে জিহাদ (৬)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খামারপাড়া সপ্রাবি বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র নিহত শিশুটি হাসানপাড়া গ্রামের হোটেল শ্রমিক রেজাউল ছেলে। ১০ আগষ্ট বুধবার দুপুরে স্হানীয়রা পুকুরের পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে। জানা যায় জিহাদ দুপুরে তার, মা ও নানীর জন্য ভাত নিয়ে পীরের হাটের অদূরে মাঠে যায়।তার মা ও নানী সেখানে কচু পরিস্কার করার কাজ করছিলো।সেখান থেকে ফেরার পথে কোন কারণে পুকুরের সিড়ি বেয়ে পুকুরে নামে। ঘটনার কিছু সময় পর একদল শিশু পুকুরে নামলে তাদের পায়ের সাথে কিছু লেগে যায়। তখন তারা পুকুর থেকে ভয়ে উপরে এসে বিষয়টি পুকুরের অপরপ্রান্তে থাকা লোকজনকে জানালে শিশুটির সন্ধানে তারা পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করে। স্হানীয়রা আরো জানার ইতিপূর্বে এই পুকুরে এরকম কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুকুরের পানিতে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

    বাংলাদেশ সময়: ৮:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ