• শিরোনাম

    সাদুল্যাপুরের তিন ইউনিয়নের নির্বাচন তফসিল থেকে বাদ

    সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি শনিবার, ১৪ মে ২০২২

    apps

    গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তিন ইউনিয়নের নির্বাচন ‘তফসিল’ হতে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্তে একটি সিন্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তবে সিন্ধান্তপত্রে কোন কারণ উল্লেখ করা হয়নি। এই তিন ইউনিয়ন হচ্ছে বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া। আগামী ১৫ জুন তিন ইউনিয়নে নির্বাচনের তারিখ ঘোষনা করেছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ থেকে শুরু করে মনোনয়নপত্র উত্তোলন শুরু করেছিলেন। জানা গেছে সাদুল্যাপুর উপজেলার এগারো ইউনিয়নের মধ্যে ষষ্টধাপে ৩১ জানুয়ারী আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই সময় উপজেলা সদরের বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়নের নির্বাচনি তফসিল ঘোষণা হয়নি। তখন এলাকার সবাই ধারণা করেছেন ‘সাদুল্যাপুর পৌরসভা’ গঠনের কার্যক্রম চলমান থাকায় হয়তোবা এই তিন ইউনিয়ন পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। নতুন নির্বাচন কমিশন গঠনের পর ২৫ এপ্রিল এই তিন ইউনিয়নে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হওয়ার কথা। কিন্তু তার আগেই নির্বাচনী তফসিল থেকে এই তিন ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে। ১২ মে নির্বাচন কমিশন সচিবায়লয়ের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তিন ইউনিয়নের নির্বাচন তফসিল থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর সত্যতা স্বীকার করে সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান বলেন আমরা নির্বাচন কমিশন থেকে যেমন নির্দেশনা পাব, তেমন ভাবেই ব্যবস্থা গ্রহণ করবো। আগে নির্বাচন গ্রহণের নিদের্শনা পেয়ে সেই মোতাবেক কার্যক্রম চলছিল। পরের নির্দেশনা পেয়ে এই তিন ইউনিয়নের নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম বলেন এখানকার উপজেলা শহরকে নিয়ে ‘সাদুল্যাপুর পৌরসভা’ গঠনের জন্য দীর্ঘদিন ধরে কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে পৌরসভা গঠন সংক্রান্তে দুটি গেজেট প্রকাশিত হয়েছে। ভোট না হওয়া তিন ইউনিয়নের ১৬ গ্রামকে ‘শহর এলাকা’ ঘোষণা করা হয়েছে। এছাড়া পৌরসভা গঠনের সিমানা নির্ধারনের কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা থেকে গত ৭ মার্চ এই সংক্রান্তে একটি প্রজ্ঞাপন জারী হয়েছে। রাষ্টপতির আদেশক্রমে উপসচিব ফারজানা মান্নান সাদুল্যাপুর উপজেলার তিন ইউনিয়নের ১৬ টি গ্রামকে (পল্লী এলাকাসমূহকে) শহর ঘোষণার তফসিল দিয়ে এই প্রজ্ঞাপন জারী করেণ। গ্রামগুলো হচ্ছে সদরের বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর, কাজীবাড়ী সন্তোলা, বুজরুক পাটানোছা, হবিবুল্লাপুর, খোর্দ্দ পাটানোছা, সাদুল্যাপুর, মন্দুয়ার ও শালাইপুর। জামালপুর ইউনিয়নের হামিন্দপুর, তরফবাজিত, দাউদপুর, এনায়েতপুর ও পাতিলাকুড়া। কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষিপুর, হিয়ালি ও নুরপুর।

    বাংলাদেশ সময়: ২:২১ অপরাহ্ণ | শনিবার, ১৪ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ